নিজস্ব প্রতিবেদন: তামিলনাড়ুতে একগুচ্ছ প্রকল্পের সূচনা করে ভোটের দামামা একপ্রকার বাজিয়েই দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন-চন্দা কোচর মামলায় এফআইআর হওয়ার ২৪ ঘণ্টার মধ্যে বদলি সিবিআই অফিসার, কাঠগড়ায় বিজেপি


রবিবার মাদুরাইয়ে এইমস-এর একটি শাখার ভিত্তিপ্রস্তর স্থাপন ছাড়াও রাজাজি, তাঞ্জাভুর ও তিরুনেলভেলি মেডিক্যাল কলেজের সুপার স্পেশালিটি ব্লকেরও সূচনা করেন মোদী।



তামিলনাড়ুর ওইসব মেডিক্যাল কলেজের ব্লকগুলি হবে একেবারে আধুনিক। থাকবে ক্যাথ ল্যাব। অন্যদিকে, মাদুরাইয়ে প্রস্তাবিত এইমসে থাকবে ৭৫০ শয্যা। এছাড়াও এখানে থাকবে এমবিবিএস-এর ১০০ আসন। রাজ্যে ১২টি পাসপোর্ট সেবা কেন্দ্রও খুলে দেন প্রধানমন্ত্রী।   


এদিনে প্রধানমন্ত্রী আগমনের আগেই মাদুরাইয়ে বিক্ষোভ দেখায় এমডিএমকে। তামিলনাড়ুর স্বার্থের বিরোধিতা করা হয়েছে অভিযোগে এদিন কালো পতাকা প্রদর্শন করেন দলের প্রধান ভাইকো। তাদের গ্রেফতার করে পুলিস।



আরও পড়ুন-মোবাইলে ছবি তুলতে গিয়ে, হাতির হানায় মৃত্যু বাংলাদেশের জাতীয় দলের প্রচার সচিবের


এমডিএমকে সমর্থকরা এদিন কালো বেলুন আকাশে উড়িয়ে বিক্ষোভ প্রদর্শন করেন। মোদী বিরোধী স্লোগানও দেন। তাদের অভিযোগ, কাবেরীর জলবন্টন নিয়ে তামিলনাড়ুর স্বার্থের বিরুদ্ধে কাজ করেছে কেন্দ্র।