করোনা অতিমারীর সময় দেশকে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন প্রধানমন্ত্রী:Ratan Tata
রতন টাটা বলেন, `বিরোধিতা থাকবে, অতৃপ্তি থাকবে। কিন্তু আপনার নেতৃত্বকে কখনওই অস্বীকার করা যাবে না।
নিজস্ব প্রতিবেদন: করোন নিয়ন্ত্রণে প্রধানমন্ত্রীর ভূমিকার ভূয়ষী প্রশংসা করলেন টাটা গ্রুপের চেয়ারম্যান এমিরেটাস রতন টাটা। ASSOCHAM-এর এক অনুষ্ঠানে শনিবার রতন টাটা বলেন, করোনা অতিমারীর মতো সময়ে একবারে সামনে থেকে দেশকে নেতৃত্ব দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
আরও পড়ুন-Amit Shah আমার দাদা, ২০১৪ সালে দর্শন দিয়েছিলেন: Suvendu; 'ভাই' সম্বোধন অমিতের
এদিন রতন টাটার হাতে 'ASSOCHAM Enterprise of the Century Award' পুরস্কার তুলে দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী এদিন বলেন, ভারতের স্বাধীনতা সংগ্রাম থেকে শুরু করে দেশের একাধিক ওঠাপড়ার সাক্ষী টাটা গ্রুপ(TATA Group)। দেশের উন্নয়নে টাটা গ্রুপের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে।
অন্যদিকে, রতন টাটা(Ratan Tata) এদিন বলেন, 'এত বছর ব্যবসার সঙ্গে জড়িয়ে রয়েছি। প্রধানমন্ত্রী যা করতে চান তার প্রতি বরাবরই আমি আশাবাদী। দেশের এই দুর্বল অর্থনৈতিক পরিস্থিতি ও করোনাকালে তিনি দেশকে নেতৃত্ব দিয়েছেন। উনি কখনও কোনও সমস্যা থেকে পালিয়ে যাননি। দেশকে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন।'
আরও পড়ুন-'নন্দীগ্রামে ৪০ শতাংশ মুসলিম ভোট, জিতবেন কী করে', Suvendu-কে খোঁচা Sougata-র
প্রসঙ্গত, সম্প্রতি মুকেশ আম্বানির(Mukesh Ambani)পর ফের দেশের এক শীর্ষস্থানীয় শিল্পপতির মুখে প্রধানমন্ত্রীর প্রশংসা শোনা গেল। রতন টাটা বলেন, 'বিরোধিতা থাকবে, অতৃপ্তি থাকবে। কিন্তু আপনার নেতৃত্বকে কখনওই অস্বীকার করা যাবে না। আপনি ,লকডাউন(Lock Down) চেয়েছিলেন। মানুষ আপনার পাশে থেকেছে। আপনি কয়েক মিনিট আলো নিভিয়ে করোনার বিরুদ্ধে মানুষকে ঐক্যবদ্ধ করতে চেয়েছিলেন। তা হয়েছে। এইসব ঘটনা দেখানোর জন্য নয়। আপনার উদ্যোগ দেখিয়ে দিয়েছে এক ডাকে আমরা নির্দিষ্ট লক্ষ্য ঝাঁপিয়ে পড়তে পারি। '
রতন টাটা এদিন আরও বলেন, 'এরকম নেতৃত্বকে আমাদের স্বাগত জানান উচিত। শিল্প সমাজের এখন উচিত এরকম নেতৃত্বের সুযোগ গ্রহণ করা। গত কয়েক বছরে এমন কিছু ঘটেছে যাতে আমরা নিজেদের ঐক্যবদ্ধ করতে পেরেছি।'