নিজস্ব প্রতিবেদন: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে কয়েকজন স্কুলছাত্রীর ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ওই ছবিতে দেখা যাচ্ছে, কিশোরীদের সঙ্গে কথা বলছেন মোদী। কিন্তু, ওই ছাত্রীদের পরিচয় কী?


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

জম্মু-কাশ্মীরের বাসিন্দা এই ছাত্রীরা। সদভাবনা যাত্রায় সম্প্রীতির বাণী নিয়ে গোটা দেশ ঘুরে বেড়াচ্ছেন তাঁরা।  ৩০জনের এই দলটিই এদিন নয়াদিল্লিতে দেখা করল নরেন্দ্র মোদীর সঙ্গে। ছাত্রীদের সঙ্গে আলোচনায় যোগ, স্বচ্ছ ভারত, শিক্ষার মতো প্রসঙ্গ উঠেছে বলে টুইট করে জানান খোদ প্রধানমন্ত্রী। তিনি বলেন, ''মেয়েদের শিক্ষা নিয়ে সরকার কী করছে, তা জানতে চেয়েছিলেন ছাত্রীরা।'' 


আরও পড়ুন- মুম্বইয়ের লোকাল ট্রেনের মহিলা কামরায় গেরুয়া রঙের পোঁচ?


 



ভারতীয় সেনার উদ্যোগেই ছাত্রীদের এই দলটি গোটা ভারত ঘুরছে। সদভাবনা অভিযানে জম্মু-কাশ্মীর ও উত্তর-পূর্বের রাজ্যগুলির মানুষের 'হৃদয়' জিততে চাইছে সেনা। পাশাপাশি গোটা দেশের সঙ্গে তাঁদের একসূত্রে বাঁধাও যাবে।