মুম্বইয়ের লোকাল ট্রেনের মহিলা কামরায় গেরুয়া রঙের পোঁচ?

মহিলা কামরাগুলি আলাদা রঙে রাঙানোর প্রস্তাব রেলের। 

Updated By: Dec 23, 2017, 08:55 PM IST
মুম্বইয়ের লোকাল ট্রেনের মহিলা কামরায় গেরুয়া রঙের পোঁচ?

নিজস্ব প্রতিবেদন: 'গেরুয়া' রাজ্য মহারাষ্ট্রে এবার গেরুয়া রঙের পোঁচ পরতে চলেছে ট্রেনের কামরায়। মুম্বইয়ের লোকাল ট্রেনে মহিলা কামরাগুলি আলাদা করে চিহ্নিত করতে গেরুয়া রঙে রাঙানোর কথা বিবেচনা করছে ভারতীয় রেল। তাদের যুক্তি, গেরুয়া রং ত্যাগ ও শৌর্যের প্রতীক। তা অনু্প্রেরণা দেবে পুরুষ যাত্রীদেরও। পাশাপাশি অন্য কামরা থেকে আলাদাভাবে চেনা যাবে। সুবিধা হবে যাত্রীদের। 

রেলওয়ে প্রোটেকশন ফোর্সের (আরপিএফ) অতিরিক্ত প্রধান নিরাপত্তা কমিশনার প্রণব কুমার একটি নোটে বলেছেন, 'মহিলা কামরাগুলিকে সাধারণ কামরা থেকে আলাদা করা দরকার। এজন্য গেরুয়া রং করা যেতে পারে।' মহিলা নিরাপত্তার জন্য ৬টি প্রস্তাবিত পদক্ষেপের মধ্যে এটা একটা বলে জানিয়েছেন প্রণব কুমার।    

আরও পড়ুন- ত্রিপুরায় বিজেপিতে যোগ দিলেন কংগ্রেস বিধায়ক, অসম জয়ের কারিগর দায়িত্বে

প্রণব কুমারের কথায়, ''অনেক সময়ই ভুল করে মহিলা কামরায় উঠে পড়েন পুরুষ যাত্রীরা। রঙ আলাদা হলে তাঁরা সহজেই সনাক্ত করতে পারবেন। তাঁদের নিরাপত্তার জন্যেও এটা প্রয়োজন।'' রেলের এই সিদ্ধান্ত নিয়ে ইতিমধ্যেই সুর চড়িয়েছেন বিরোধীরা। ট্রেনের কামরাতেও বিজেপি নিজেদের দলীয় রঙ দিতে চাইছে বলে অভিযোগ তাঁদের। 

.