Covaxin-র দ্বিতীয় ডোজ নিলেন মোদী
`আপনি যদি ভ্যাকসিন নেওয়ার শর্ত মেনে উপযুক্ত হন। তাহলে দেরি না করে এখনই ভ্যাকসিন নিয়ে নিন। রেজিস্টার করুন http://CoWin.gov.in লিঙ্কে`, বার্তা মোদীর
নিজস্ব প্রতিবেদন: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিলেন Covaxine-র দ্বিতীয় ডোজ। এদিন (বৃহস্পতিবার) সকালে দিল্লি AIIMS-য়ে নিজের ভ্যাকসিন পর্ব শেষ করেন প্রধানমন্ত্রী। তাঁকে ভ্যাকসিন দিয়েছেন দু-জন নার্স, পণ্ডিচেরির পি.নিভেদা এবং পাঞ্জাবের নিশা শর্মা।
ভ্যাকসিন নেওয়ার মুহূর্তের ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে প্রধানমন্ত্রী জানিয়েছেন, 'আমি কোভিড- ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ নিয়েছি। করোনাকে দমন করার জন্য একমাত্র পথ ভ্যাকসিন। আপনি যদি ভ্যাকসিন নেওয়ার শর্ত মেনে উপযুক্ত হন। তাহলে দেরি না করে এখনই ভ্যাকসিন নিয়ে নিন। রেজিস্টার করুন http://CoWin.gov.in লিঙ্কে'।