নিজস্ব প্রতিবেদন: পাকিস্তানের নাটকের ফাঁদে পা দিচ্ছে ভারত সরকার। আর তা স্পষ্ট করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বুধবার নৌ, বায়ু ও স্থল সেনার প্রধানের সঙ্গে বৈঠকে নমো স্পষ্ট করেছিলেন, বাহিনীকে পূর্ণ স্বাধীনতা দেওয়া হয়েছে। চাপের মুখে আপোষের পথে হাঁটবে না সরকার। ভারতের কূটনৈতিক চাপের মুখে নতিস্বীকার করে বৃহস্পতিবার ইমরান খান ঘোষণা করেছেন, আটক ভারতীয় বিমান চালক অভিনন্দন বর্তমানকে ছেড়ে দেওয়া হবে শুক্রবার। তারপরও অবস্থানে বদল নেই ভারতের। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

নয়াদিল্লির বিজ্ঞান ভবনে বিজ্ঞান ও প্রযুক্তি অনুষ্ঠানে যোগ দিয়ে প্রধানমন্ত্রী বলেন, ''আপনারা ল্যাবরেটরিতে কাজ করেন। প্রথমে পাইলট প্রজেক্ট করেন। তারপর তা রূপায়ন করা হয়''। এরপরই মোদীর সংযোজন,''পাইলট প্রজেক্ট হয়ে গিয়েছে। এবার বাস্তবে রূপায়ন করতে হবে। প্রথমে প্রশিক্ষণ নিয়েছি''।



'সমঝদার কো ইশারাই কাফি'-এই হিন্দি প্রবাদটি এখানে একেবারে খেটে গিয়েছে। নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে জইশের ঘাঁটি বোমা মেরে উড়িয়ে দিয়েছে ভারতীয় বায়ুসেনা। সে কথা বলেই মোদী বোঝাতেই চাইলেন, এটা নেহাতই অভ্যাস। এখনও খেলা বাকি। 


আরও পড়ুন- এয়ার স্ট্রাইকে কত জন ও কারা মারা গিয়েছে জানতে চাই: মমতা