নিজস্ব প্রতিবেদন : কর্ণাটক বিধানসভা নির্বাচনে বিরোধীদের ভূমিকায় সরব হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেন, আমরা উন্নয়নকে হাতিয়ার করে নির্বাচনী লড়াইতে নেমেছি। অন্যদিকে, বাকি রাজনৈতিক দলগুলি ধর্মের ভিত্তিতে বিভেদ সৃষ্টি করার চেষ্টা করছে। নিম্নরুচির রাজনীতি করছে তারা। যা অত্যন্ত দুর্ভাগ্যজনক।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

'নমো' অ্যাপের মাধ্যমে বৃহস্পতিবার কর্ণাটকের বিজেপি কর্মীদের সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রী। কর্মীদের উদ্বুদ্ধ করার পাশাপাশি তিনি বলেন, ''বিরোধীরা উন্নয়নের প্রশ্নে কোনও কথা বলতেই রাজি নয়। তারা শুধুই জাত-পাত ও ধর্ম নিয়ে ভেদাভেদ ছড়াচ্ছে।''


আরও পড়ুন- কাঠুয়াকাণ্ডে সিবিআই-আর্জি খতিয়ে দেখবে সুপ্রিম কোর্ট


প্রধানমন্ত্রী নিজের বক্তব্যে বলেন, ''গত কয়েকটি নির্বাচনের পর্যালোচনা করলে দেখা যাবে, দেশের কিছু রাজনৈতিক দলের নেতারা উন্নয়ন নিয়ে কোনও কথাই বলছেন না। বরং, তারা অনেক বেশি ব্যস্ত ধর্ম নিয়ে রাজনীতি করতে।''


প্রসঙ্গত, ২২৪ আসনের কর্ণাটক বিধানসভার নির্বাচনের ভোটগ্রহণ ১২ই মে। গণনা ১৫ মে। কংগ্রেস শাসিত এই রাজ্য দখলে এখন মরিয়া বিজেপি। অন্যদিকে, নিজেদের জমি ধরে রাখতেও বদ্ধপরিকর কংগ্রেস।