নিজস্ব প্রতিবেদন: জম্মু-কাশ্মীর থেকে ৩৭০ অনুচ্ছেদ প্রত্যাহারের পর এবার মোদীর নজর, পাক অধিকৃত কাশ্মীরে। ৬৯ তম জন্মদিনে গুজরাটের কেবডিয়ার সভায় সেই ইঙ্গিত দিয়েছেন নরেন্দ্র দামোদরদাস মোদী। সেখানে তিনি বলেছেন,''সর্দার পটেলের আদর্শে অনু্প্রাণিত হয়ে জম্মু-কাশ্মীরে কয়েক দশক পুরনো সমস্যার সমাধানের চেষ্টা করেছে কেন্দ্রীয় সরকার।'' 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

হায়দরাবাদ মুক্তি দিবসের প্রসঙ্গের অবতারণা করে প্রধানমন্ত্রী বলেন,''সর্দার পটেলের দূরদৃষ্টির জন্যই হায়দরবাদ ভারতের অংশ হয়েছে। প্রতিবছর ১৭ সেপ্টেম্বর হায়দরাবাদ মুক্তি দিবস উদযাপন করা হয়।'' বলে রাখি, ১৯৪৮ সালে ওই দিনই ভারতের সঙ্গে বিলয় হয়েছিল হায়দরাবাদের। জম্মু-কাশ্মীরে এবার উন্নয়নের কর্মযজ্ঞ শুরু হবে বলেও জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 


এরপরই নরেন্দ্র মোদীর ইঙ্গিতপূর্ণ মন্তব্য,''এক ভারত শ্রেষ্ঠ ভারতের স্বপ্ন দেখেছিলেন সর্দার বল্লভাই পটেল। জম্মু-কাশ্মীর ও লাদাখের মানুষ ৭০ বছর ধরে বঞ্চিত। আমি বিশ্বাস করি, জম্মু-কাশ্মীর, লাদাখ ও কার্গিলের লক্ষাধিক মানুষ উন্নয়নের কাজকে তরাণ্বিত করবেন।''



প্রধানমন্ত্রীর ইঙ্গিতের মাঝেই বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর স্পষ্ট জানিয়েছেন, পাক অধিকৃত কাশ্মীর ভারতেরই অংশ। আজ হোক বা কাল, ভারত তার দখল নেবেই।


কূটনৈতিক মহলের মতে, জম্মু-কাশ্মীর থেকে পাকিস্তানকে দূরে রাখতেই পাক অধিকৃত কাশ্মীর নিয়ে পালটা চাপ তৈরি করছে ভারত। সিমলাচুক্তি পরবর্তীতে যে প্রতারণা পাকিস্তান বছরের পর বছর চালিয়ে গিয়েছে তার জবাব যে ভারত পাটকেল দিয়েই দেবে তা এদিন স্পষ্ট বুঝিয়ে দিয়েছেন জয়শঙ্কর। প্রসঙ্গত, দিন কয়েক আগে পাক অধিকৃত কাশ্মীরের মুজফফরাবাদে সভা করেছিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। ওই সভাতেই উঠেছিল, 'নিয়াজি গো ব্যাক। কাশ্মীর বনেগা হিন্দুস্তান।'  


আরও পড়ুন- ভিডিয়ো:'কাশ্মীর বনেগা হিন্দুস্তান', ইমরানের সামনেই জনতার স্লোগান, ওটাও যাবে, খোঁচা নেটিজেনদের