ভিডিয়ো:'কাশ্মীর বনেগা হিন্দুস্তান', ইমরানের সামনেই জনতার স্লোগান, ওটাও যাবে, খোঁচা নেটিজেনদের
কাশ্মীরিদের পাশে দাঁড়াতে গিয়ে ব্যুমেরাং। ইমরানকে কটাক্ষ নেটিজেনদের।
নিজস্ব প্রতিবেদন: পাক অধিকৃত কাশ্মীরের মুজফফরাবাদে সভা করে ভারতের কাশ্মীর নিয়ে সহানুভূতি আদায়ের চেষ্টা করেছিলেন ইমরান খান। কিন্তু শুনতে হল, গো নিয়াজি গো। শুধু তাই নয়, ইমরান খানের বক্তব্যের সময় আওয়াজ উঠল, কাশ্মীর বনেগা হিন্দুস্তান।
কাশ্মীর থেকে ভারত সরকারের ৩৭০ অনুচ্ছেদ প্রত্যাহারের সিদ্ধান্ত মেনে নিতে পারছেন ইমরান খান। নানা ভাবে ভারতের উপরে চাপ সৃষ্টির চেষ্টা করেছেন। কিন্তু কিছুতেই লাভ হয়নি। আন্তর্জাতিকস্তরে মুখ পুড়েছে তাঁর। অগত্যা পাক অধিকৃত কাশ্মীরে সভা করে হাতে বন্দুক তুলে নেওয়ার বার্তা দিলেন ইমরান খান। পাকিস্তানের প্রধানমন্ত্রী যখন পাক অধিকৃত কাশ্মীরের মুফফরাবাদের সভা থেকে উস্কানি দিচ্ছে, ঠিক তখনই স্লোগান উঠছে, 'কাশ্মীর বনেগা হিন্দুস্তান।' কখনও আবার জনতা বলছে, গো নিয়াজি গো।
Look how Pakistan PM Imran Khan was greeted by people in Muzaffarabad of Pakistan Occupied Kashmir (PoK) with chants of 'Go Niazi Go Back'. Rubbing salt way too much as it seems. Imran Khan is embarrassed to use his surname Niazi. Kashmiris reject Pakistan's illegal occupation. pic.twitter.com/6X9zeI5XpF
— Aditya Raj Kaul (@AdityaRajKaul) September 14, 2019
Call this edited too. pic.twitter.com/hoBPM1HX1o
— Devils double (@devilsdouble009) September 14, 2019
পাকিস্তান প্রধানমন্ত্রী এমন বেকায়দায় পড়তেই সামাজিক যোগাযোগ মাধ্যমে উঠেছে কটাক্ষের ঝড়। নেটিজেনরা বলছেন, এবার পাক অধিকৃত কাশ্মীরও হাতছাড়া হবে। কেউ লিখেছেন,
Hey jihadi Khan @ImranKhanPTI keep doing these jalsa ,these are really helpful for people to know Kashmir banega hintustan
— Dholaram (@DhGurjar) September 14, 2019
Biggest mistake which happened in 1947 was allow partition and the time is now to correct that mistake......POK toh wapas chahiye he pr ab pakistan ka naam bhi badlna hai World map se #bharatmatakijai
— Prashant(@Prashan81577835) September 14, 2019
POK started understanding their interest and well being. Days not too far to see united JK under India. @narendramodi @AmitShahOffice
— Subhendu Bose @subhendubose201 (@subhendubose201) September 14, 2019
POK mange azaadi Pakistan se.
Time to integrate POK.#ModiHaiToMumkinHai #Kashmir— Magical Thought (@abhipat03) September 14, 2019
দীর্ঘদিন ধরেই পাক অধিকৃত কাশ্মীরে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ উঠেছে পাকিস্তানের বিরুদ্ধে। ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং স্পষ্ট করেছেন, কাশ্মীর নিয়ে পাকিস্তানের সঙ্গে কোনও আলোচনা হবে না। এবার পাক অধিকৃত কাশ্মীর নিয়ে কথা হবে। বস্তুত, পাক অধিকৃত কাশ্মীরিদের অবস্থা অত্যন্ত বেহাল। স্বচ্ছল জীবনধারণের সুযোগটুকু নেই।
বলে রাখি, শুক্রবার পাক অধিকৃত কাশ্মীরে ইমরান বলেছিলেন,''বন্দুক হাতে তুলে নেওয়ার সময় চলে এসেছে। মোদীকে বলতে চাই, কাপুরুষই এমন কাজ করতে পারে। ৪০দিন ধরে থমকে রয়েছে কাশ্মীর। মানবিকতা থাকলে এমনটা করতে পারতেন না।'' গত এক মাসে এনিয়ে তৃতীয়বার পাক অধিকৃত কাশ্মীরে পা রাখলেন ইমরান খান।
আরও পড়ুন- ভিডিয়ো: কাশ্মীরে সীমান্তে গোলাগুলি পাকিস্তানের, শিশুদের উদ্ধার করল ভারতীয় সেনা