ওয়েবডেস্ক: যে সব বিজেপি সাংসদদের নিয়মিত সংসদে আসার অভ্যাস নেই তাদের কড়া হুঁশিয়ারি দিলেন প্রধানমন্ত্রী মোদী। সংবাদ মাধ্যমের খবর অনু‌যায়ী মোদী তাঁদের জানিয়ে দিয়েছেন, ওই বদ অভ্যাস থাকলে ২০১৯ এর লোকসভা নির্বাচনে টিকিট দেওয়া হবে না।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন ‘নীল তিমি’র মরণফাঁদ, আত্মহত্যার চেষ্টা আরও এক ছাত্রের



বিজেপির সংসদীয় কমিটির বৈঠকে প্রধানমন্ত্রী গত তিন বছর অমিত শাহের কাজের প্রসংশা করেন। বৃহস্পতিবার ওই বৈঠকে তিনি বলেন, দলের কর্মীদের কঠিন পরিশ্রম করার অভ্যাস ফিরিয়ে এনেছেন আমিত শাহ। দল, ব্যক্তির থেকে অনেক ওপরে। দলের সাংসদদের অধিবেশনে এসে তাদের দায়িত্ব পালন করতেই হবে। এক্ষেত্রে কোনও হুইপ দেওয়ার প্রয়োজন নেই।



প্রধানমন্ত্রী এদিন বলেন, আপনি-আমি কে? দলই শেষ কথা। আপনারা ‌যা ইচ্ছে করতে পারেন। কিন্তু আমি আমাদের ২০১৯ সালের নির্বাচনের সময় দেখব।


আরও পড়ুন চাকরি বদল করলে পিএফ নিয়ে আর ঝক্কি নেই, জেনে নিন খুশির খবর



উল্লেখ্য, অমিত শাহ রাজ্য সভায় নির্বাচিত হওয়ার পর গতকালই ছিল বিজেপির সংসদীয় কমিটির প্রথম বৈঠক। আগামী ১৫-৩০ অগাস্ট প‌র্যন্ত চলবে বিজেপির সংকল্প ‌যাত্রা। ওই কর্মসূচি সফল করার আহ্বান জানান প্রধানমন্ত্রী।