নিজস্ব প্রতিবেদন: অবশেষে রাষ্ট্রপতিভবনে দেখা হল দুই প্রধানমন্ত্রীর। আর দেখা মাত্রই কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোকে বুকে টেনে নিলেন নরেন্দ্র মোদী। শুক্রবার সকালে দিল্লির রাইসিনা হিলসের রাষ্ট্রপতি ভবনে দুই প্রধানমন্ত্রীর আলিঙ্গরত ছবিই এখন ব্রেকিং নিউজ। সূত্রের খবর, আনুষ্ঠানিক সাক্ষাৎপর্ব মিটতেই আলোচনায় বসবেন দুই দেশের প্রধানমন্ত্রী, কথা হতে পারে খলিস্তান ইস্যু নিয়ে। 



COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন- খলিস্তান জঙ্গির সঙ্গে দেখা গেল ট্রুডো-র স্ত্রীকে, বিতর্কে কানাডার প্রধানমন্ত্রী


উল্লেখ্য, এদিন রাষ্ট্রপতি ভবনে জাস্টিন ট্রুডোকে উষ্ণ অভ্যর্থনা দেওয়ার আগেই টুইটারে এক টুকরো স্মৃতি টুইটারে তুলে দেন ভারতের প্রধানমন্ত্রী। যেখানে নরেন্দ্র মোদী কানাডার প্রধানমন্ত্রী ট্রুডোকে উদ্দেশে করে বলেন এলা গ্রেস, জেভিয়ার এবং হাড্রিনের সঙ্গে অতীত সাক্ষাতের কথা মনে আছে? যার উত্তরও দিয়েছেন ট্রুডো। তাঁর মেয়ে যে অতীতে সাক্ষাতের কথা মনে রেখেছেন সেকথা জানিয়েই কানাডার প্রধানমন্ত্রী টুইট করেন, ভারত ভ্রমণের অতীত স্মৃতি সুখকর।