নিজস্ব প্রতিবেদন: দু'দশক নরেন্দ্র মোদীর (Prime Minister Narendra Modi) সঙ্গে কাজ করেছেন। স্বেচ্ছাবসর নেওয়ার পর বিজেপিতে যোগ দিলেন প্রধানমন্ত্রীর আস্থাভাজন আইএএস অফিসার। বৃহস্পতিবার লখনৌয়ে অরবিন্দকুমার শর্মার (Arvind Kumar Sharma) হাতে পদ্মপতাকা তুলে দিল বিজেপি নেতৃত্ব। আসন্ন উত্তরপ্রদেশ বিধান পরিষদ নির্বাচনে (UP Legislative Council) তাঁকে প্রার্থী করা হতে পারে। আগামী ২৮ জানুয়ারি উত্তরপ্রদেশে ১২টি হতে চলেছে ভোট।          


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

কেন্দ্রীয় অতিক্ষুদ্র, ক্ষুদ্র এবং মাঝারি শিল্প মন্ত্রকের সচিব পদে ছিলেন অরবিন্দকুমার শর্মা (Arvind Kumar Sharma)। চলতি সপ্তাহে স্বেচ্ছাবসর নেন ১৯৮৮ ব্যাচের এই আইএএস অফিসার। প্রায় দু'দশক নরেন্দ্র মোদীর (Prime Minister Narendra Modi) সঙ্গে তিনি কাজ করেছেন। ২০০১ সালে নরেন্দ্র মোদী (Prime Minister Narendra Modi) গুজরাটের মুখ্যমন্ত্রী হওয়ার পর সচিব হয়েছিলেন অরবিন্দ। ২০১৪ সালে লোকসভা ভোটের সময় গুজরাতের পরিকাঠামো উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান ছিলেন। মোদী দিল্লি আসার পর তাঁকে নিয়ে আসেন প্রধানমন্ত্রীর সচিবালয়ে। বিজেপি সূত্রে খবর, ফলাফল-নির্ভর কাজ করতে অত্যন্ত দক্ষ অরবিন্দকুমার (Arvind Kumar Sharma)। সে কারণেই প্রধানমন্ত্রীর অত্যন্ত ভরসার পাত্র। গতবছর মে মাসে কেন্দ্রীয় অতিক্ষুদ্র, ক্ষুদ্র এবং মাঝারি শিল্প মন্ত্রকের সচিব হন অরবিন্দকুমার শর্মা। লকডাউনের মাঝে ক্ষুদ্র ও মাঝারিশিল্পকে বাঁচাতেই বিশ্বস্ত অফিসারকে দায়িত্ব দেন প্রধানমন্ত্রী।         


আগামী ২৮ জানুয়ারি উত্তরপ্রদেশ বিধান পরিষদের (UP Legislative Council) ১২টি আসনে ভোটগ্রহণ। শোনা যাচ্ছে, প্রধানমন্ত্রীর আস্থাভাজন অফিসারকে টিকিট দেওয়া হতে পারে। এর পাশাপাশি দলের অভ্যন্তরেও তাঁর প্রশাসনিক অভিজ্ঞতাকে কাজে লাগাতে পারে বিজেপি। 


আরও পড়ুুন- কমিটি থেকে নিজের নাম তুলে নিয়ে কৃষকদের পাশে ভূপিন্দর সিং মান