জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্য়ুরো: জিতেছেন এবারও, তবে ভোটের ব্যবধান কমেছে অনেকটা। 'লোকসভা ভোটে আমার বোন প্রিয়াঙ্কা যদি বারাণসী থেকে প্রতিদ্বন্দ্বিতা করত, তাহলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ২-৩ লক্ষ ভোটে হারিয়ে দিত', বললেন রাহুল গান্ধী।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন:  Special Parliament Session: চলতি মাসেই বসছে সংসদের প্রথম অধিবেশন, নজরে স্পিকার নির্বাচন-বাজেট!.


একদা 'পাপ্পু' কটাক্ষের শিকার হতেন যিনি, সেই রাহুলের মুকুটেই এবার জোড়়া পালক। নিজের কেন্দ্র কেরলের ওয়ানাড় থেকে জিতেছেন তিনি। আবার সোনিয়া গান্ধীর ছেড়ে যাওয়া রায়বরেলিতেও রেকর্ড  ৪ লাখ ৪২ হাজারের বেশি ভোটে হারিয়ে দিয়েছেন উত্তরপ্রদেশ যোগী আদিত্যনাথের মন্ত্রিসভার সদস্য  দীনেশ প্রতাপ সিংকেও।


ভোটের জেতার পর এদিনই প্রথম  রায়বরেলি পা রাখেন রাহুল। স্রেফ সাধারণ মানুষকে শুভেচ্ছা জানানো নয়, জনসভাও করেন তিনি। সদ্য নির্বাচিত সাংসদ বলেন, 'ঔদ্ধত্য থেকে বলছি না। আমি বলছি, কারণ ভারতের জনগণ প্রধানমন্ত্রীকে স্পষ্ট বার্তা দিয়েছেন যে, মোদী রাজনীতিতে তাঁরা খুশি নন। ঘৃণা ও হিংসার বিপক্ষের রায় দিয়েছেন মানুষ'।


রাজীব-কন্যাকেও কি এবার সক্রিয় রাজনীতিতে দেখা যাবে? জল্পনা দীর্ঘদিনের। বস্তুত, এবার লোকসভা ভোটে রায়বরেলি বা আমেঠি থেকে প্রিয়াঙ্কা ভোট দাঁড়াতে পারেন, এমন গুঞ্জনও শোনা গিয়েছিল। যদিও শেষপর্যন্ত তা হয়নি। সোনিয়া গান্ধীর কেন্দ্রে রায়বরেলি প্রার্থী হন রাহুল, আর আমেঠিতে কেএল শর্মা। দুটি কেন্দ্রেই জিতেছে কেন্দ্রেই জিতেছে কংগ্রেস। আমেঠি হেরে গিয়েছে কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি।


এদিকে ২০১৪, ২০১৯-পর ২০২৪। উত্তরপ্রদেশের বারাণসী কেন্দ্রে থেকে ফের সাংসদ নির্বাচিত হয়েছেন নরেন্দ্র মোদী। কিন্তু গতবার  ৪ লক্ষ ৭৯ হাজার ভোটের ব্য়বধানে জিতেছিলেন তিনি। এবার সেই ব্যবধান কমে দাঁড়িয়েছে  ১ লক্ষ ৫২ হাজার। নির্বাচন কমিশনের তথ্য, নিকটতম প্রতিদ্বন্দ্বী কংগ্রেসের অজয় রাই পেয়েছেন ৪ লক্ষ ৬০ হাজার ৪৫৭টি ভোট। আর মোদির ঝুলিতে ৬ লক্ষ ১২ হাজার ৯৭০ ভোট।


আরও পড়ুন: RSS chief Mohan Bhagwat: 'সব ফেলে আগে মণিপুর'! নমো'র কানে আরএসএসে'র মোহনবাঁশি...



(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)