নিজস্ব প্রতিবেদন: পরমাণুর মতো বিধ্বংসী অস্ত্রের ‘ফরমুলা’ যাঁর মস্তিষ্কপ্রসূত, সেই অ্যালবার্ট আইনস্টাইনের ডায়েরির ছত্রে ছত্রে লেখা রয়েছে মহাত্মা গান্ধীর আদর্শকথা। ছিপছিপে আদুড় শরীরের ওই মানুষটি আগামী প্রজন্মের কাছে রোল মডেল হতে পারেন বলে মনে করেন আইনস্টাইন। গান্ধীজয়ন্তী উপলক্ষে সেই কথাই তুলে ধরলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মার্কিন সংবাদমাধ্যম নিউ ইয়র্ক টাইমসে ‘হোয়াই ইন্ডিয়া অ্যান্ড ওয়ার্ল্ড নিড গান্ধী’ এই শীর্ষক একটি নিবন্ধ লেখেন নরেন্দ্র মোদী।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


প্রায় ৯৩১ শব্দের কলমে মোদী লেখেন, “গান্ধীর আদর্শকে আগামী প্রজন্মের কাছে তুলে ধরতে ‘আইনস্টাইন চ্যালেঞ্জের’ প্রস্তাব রাখছি।” চিন্তাবিদ, উদ্যোগপতি, প্রযুক্তিবিদদের গান্ধীজির আদর্শকে ছড়িয়ে দিতে অগ্রণী ভূমিকা নেওয়ার আহ্বান জানান মোদী। উল্লেখ্য, গান্ধীজির ৭৫ তম জন্মদিনে অ্যালবার্ট আইনস্টাইন শ্রদ্ধা জানিয়ে লেখেন, রক্ত মাংসে গড়া এমন মানুষও কখনও পৃথিবীর বুকে পদচারণা করেছেন, তা জেনে বিস্মিত হবেন ভাবী প্রজন্ম। এ দিন মোদী তাঁর লেখনিতে সেই বার্তা পৌঁছে দেন বিশ্বের কাছে।


আরও পড়ুন- গান্ধী ও ভারত সমার্থক শব্দ, আরএসএস সে জায়গা নিতে চাইছে, বললেন সনিয়া


মোদীর কথায়, সমাজের গুরুতর সমস্যার সমাধানে বরাবরই সেতুর কাজ করেছেন মহাত্মা গান্ধী। ১৯৩০ সালে ‘ডান্ডি অভিযানের’ উদাহরণ টেনে মোদী জানান, এক চিমটে নুনকে হাতিয়ার করে ব্যাপক গণ আন্দোলন সংগঠিত করার ক্ষমতা রাখেন একমাত্র গান্ধীই। নিজেদেরকে সঠিক পথে পরিচালনা করতে গান্ধীর মধ্যেই সেই অসাধারণ শিক্ষকের খোঁজ পেয়েছেন বলে দাবি করেন প্রধানমন্ত্রী।