নিজস্ব প্রতিবেদন: দাভোসের বৈঠকে প্রধানমন্ত্রীর সঙ্গে নীরব মোদীর ছবিই হাতিয়ার কংগ্রেসের। আর সেই হাতিয়ার ভোঁতা করতে আসরে নামল বিদেশমন্ত্রক। সুষমা স্বরাজের মন্ত্রক জানাল, দাভোসে প্রধানমন্ত্রীর সঙ্গে কোনও কথা হয়নি নীরব মোদীর। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

প্রধানমন্ত্রীর সঙ্গে কোলাকুলি করলেই কোটি টাকা দুর্নীতির ছাড়পত্র মেলে বলে খোঁচা দিয়েছিলেন রাহুল গান্ধী। সদ্য দাভোসে বিশ্ব আর্থিক ফোরামের বৈঠকের ফাঁকে ফটো সেশনে প্রধানমন্ত্রীর সঙ্গেই দেখা গিয়েছে নীরব মোদীকে। সেই ছবি দেখিয়েই প্রধানমন্ত্রীকে সরাসরি নিশানা করেছে কংগ্রেস। তাদের বক্তব্য, প্রধানমন্ত্রীর সঙ্গে প্রতিনিধি দলে ছিলেন নীরব মোদী। সেই অভিযোগ খারিজ করে দিয়েছেন বিদেশমন্ত্রকের মুখপাত্র রবীশ কুমার। তাঁর কথায়,''শিল্পপতিদের প্রতিনিধি দলে ছিলেন না নীরব মোদী। তাঁর সঙ্গে প্রধানমন্ত্রীর কোনও বৈঠক হয়নি।''





বিদেশমন্ত্রকের মুখপাত্র আরও বলেন,''দাভোসে দুটি বৈঠকের ফাঁকে প্রধানমন্ত্রীর সঙ্গে ছবি তুলতে চাইছিলেন ভারতীয় সংস্থার সিইওরা। তাঁদের অনুরোধ সাড়া দেন প্রধানমন্ত্রী। সেটি পূর্বনির্ধারিত কর্মসূচি ছিল না। নীরব মোদীর সঙ্গে শুভেচ্ছা বিনিময়ও করেননি প্রধানমন্ত্রী।'' 


বিজেপির দাবি, প্রধানমন্ত্রীর প্রতিনিধি দলে ছিলেন না নীরব মোদী। তিনি দাভাসো স্পনসর সংস্থার প্রতিনিধি হয়ে হাজির হয়েছিলেন। 


আরও পড়ুন- নীরবের স্ত্রী রয়েছেন ভারতেই, খবর সূত্রের