নিজস্ব প্রতিবেদন: সামাজিক দূরত্ব শিকেয়, মুখে মাস্ক নেই, বর চলেছেন বিয়ে করতে। অগত্যা যা হওয়ার তাই, শ্রীঘরে স্থান বরের।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ওড়িশার গঞ্জম জেলায় বারহামে একেবারে কোভিড হটস্পটে সরকারি বিধির তোয়াক্বা না করেই নাচতে নাচতে বরকে বিয়ে করাতে নিয়ে যাচ্ছিল বরপক্ষ। ব্যাস পুলিসের কোপ,বরের বাবা, ভাই ছাড়াও দুই পক্ষ মিলিয়ে ৫ জনের নামে এফআইআর দায়ের হয়েছে। জরিমানা বাবদ নেওয়া হয়েছে ৫০ হাজার টাকা।



আরও পড়ুন: দিনের পর দিন লুকিয়ে গেঁড়েছিল তাবু, 'আগ্রাসী' লাল ফৌজকে চরম শিক্ষা দিল গালওয়ান নদীই


কোভিড স্বাস্থ্যবিধি অনুযায়ী বিয়ে বা অন্য যে কোনও অনুষ্ঠানে সর্বোচ্চ ৫০ জনের জমায়েত করা যায়। সকলের মুখেই থাকতে হবে মাস্ক। কিন্তু এক্ষেত্রে ৫০ জনের বেশি বরযাত্রী তো ছিলই তার সঙ্গে সামাজিক দূরত্ব বিসর্জন দিয়ে উল্লাস নৃত্য। সকলকেই কোয়ারেন্টিনে পাঠিয়েছে প্রশাসন। ওই অঞ্চলের কালেক্টর বলেছেন, আমাদের আনন্দ যেন অন্যের কান্নার কারণ না হয়ে ওঠে।


ইতিমধ্যেই হাতকড়া পড়েছে বরের বাবা ও ভাইয়ের হাতে। বরযাত্রীদের নাচের একটি ভিডিয়ো পুলিসের হাতে আসে, সেখান থেকেই গ্রেফতার। এমনটাই জানিয়েছেন বারহামপুরের পুলিস সুপার পিনাক মিশ্র। অর্থাৎ বৌমাকে ঘরে আনতে শেষ পর্যন্ত শ্বশুর মশাই এখন জেলে।