নিজস্ব প্রতিবেদন: কাশ্মীরে পুলিসের বাসে হামলা চালাল জঙ্গিরা। ওই হামলায় মৃত্যু হল ২ পুলিসকর্মীর।  আহত বহু।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

সোমবার শ্রীনগরের বাইরে জেওয়ানা এলাকায় পান্থচকে একটি পুলিসের বাসে হামলা চালায় জঙ্গিরা। ওই হামলায় কমপক্ষে ১৪ পুলিকর্মী আহত হয়েছেন বলে জানা যাচ্ছে। এখনওপর্যন্ত পাওয়া খবর অনুযায়ী কমপক্ষে ২ পুলিস কর্মীর মৃত্যু হয়েছে। 


পুলওয়ামার পর এভাবে ফের হামলা হল। শীতকাল এলে কাশ্মীরে জঙ্গি হামলার ঘটনা বাড়ে। আজ পুলিসের ওই বাসটিতে উঠে পড়ে জঙ্গিরা। তারপরেই বেপরোয়া গুলি চালাতে শুরু করে। কমপক্ষে ১৪ পুলিসকর্মী আহত হয়েছেন বলে জানিয়েছে কাশ্মীর জোন পুলিস। জঙ্গিদের তল্লাসি শুরু করেছে নিরাপত্তা বাহিনী। আহতদের তড়িঘড়ি হাসপাতালে ভর্তি করা হয়েছে।



কাশ্মীর পুলিস সূত্রে খবর, পুলিস কর্মীদের নিয়ে এদিন বাসটি যাচ্ছিল জেওয়ানের পুলিস ট্রেনিং কলেজের দিকে। পথে পান্থচক এলাকায় বাসটিতে উঠে গুলি চালায় কমপক্ষে ৩ জঙ্গি। জম্মু-কাশ্মীর আর্মড ফোর্সের ৯ ব্য়াটালিয়নের সদস্য ছিলেন ওইসব পুলিসকর্মী।


আরও পড়ুন-নব কলেবরে বিশ্বনাথ ধাম, ৩৯৯ কোটির Kashi Vishwanath Corridor-এ পুণ্যার্থীদের জন্য এলাহি ব্যবস্থা  


উল্লেখ্য, পুলিসের বাসে এই হামলা মনে করিয়ে দেয় ২০১৯ সালের ১৪ ফেব্রুয়ারি পুলওয়ামায় সিআরপিএফ কনভয়ে হামলার কথা। ওই হামলায় প্রাণ হারান ৪০ জওয়ান। জম্মু ও কাশ্মীর হাইওয়েতে বিস্ফোরকভর্তি একটি গাড়ি নিয়ে কনভয়ের একটি বাসে ধাক্কা মারে এক জইশ জঙ্গি। 
 
Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)