নিজস্ব প্রতিবেদন: উত্তরপ্রদেশের বুলন্দশহরের পর এবার রাজস্থানের রাজসমন্দ। পুলিস কনস্টেবলকে পিটিয়ে মারল উন্মত্ত জনতা।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন-মুকুলপুত্র শুভ্রাংশু রায় ফিরছেন তৃণমূলে? জল্পনা উস্কে দিলেন অভিষেক 


শনিবার একটি জমি বিবাদের তদন্ত করতে যান হেড কনস্টেবল আবদুল গনি(৪৮)। জবরদখল করা ওই জমি নিয়ে বিবাদ বহুদিনের। খোঁজখবর করার সময়েই এলাকার লোকজনের সঙ্গে বচসা বেধে যায় গনির। এর পরই জনতা তার ওপরে ঝাঁপিয়ে পড়ে বেধড়ক মারধর করে গনিকে। মারাত্মক আহত অবস্থায় এলাকার একটি হাসপাতালে নিয়ে গেল তাঁর মৃত্যু হয়। ঘটনার পরই এলাকা ছুটে যান পুলিসের আধিকারিকরা। শুরু হয়েছে ধরপাকড়।



আরও পড়ুন-জোরে ব্রেক কষায় লাইনে পড়ে বিদ্যুত্‍স্পৃষ্ট সজল কাঞ্জিলাল, বলছে প্রাথমিক তদন্ত  


উল্লেখ্য, গতবছর গরু পাচারকারি সন্দেহে রাকবার খান নামে এক ব্যক্তিকে প্রবল মারধর করে জনতা। পুলিস এসে তাকে হাসপাতালের বদলে থানায় নিয়ে যায়। সেখানেই তার মৃত্যু হয়। ২০১৭ সালে আলওয়ারে পেহলু খান নামে এক দুধ ব্যবসায়ীকে পিটিয়ে মারে গোরক্ষাকরা। তিনি জয়পুরের পশু মেলা থেকে গরু কিনে হরিয়ানায় ফিরছিলেন।