নিজস্ব প্রতিবেদন: মালিকহীন একটি ব্যাগকে ঘিরে তোলপাড় ম্যাঙ্গালোর বিমানবন্দর। সোমবার সেটিকে বিমানবন্দরের টিকিট কাউন্টারের পাশে পড়ে থাকতে দেখেন যাত্রীরা। তাতেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে বিমানবন্দরে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন-এখনই বিদায় নিচ্ছে না শীত, ফের নামবে পারদ, বাড়বে ঠান্ডা


ব্যাগটি তল্লাশি করতেই বেরিয়ে একটি আইইডি। সঙ্গে সঙ্গে বোম্ব ডিস্পোসাল স্কোয়াডকে ডাকে সিআইএএফ। সেটিকে একটি নির্জন স্থানে নিয়ে গিয়ে নিষ্কৃয় করা হয়। ওই ব্যাগের ব্যাপারে বিমানবন্দরের মন্যানেজারকে ফোন করে জানায় এক অজ্ঞাতপরিচিত ব্যক্তি। হুমকি দেওয়া হয়, উড়িয়ে দেওয়া হবে বিমানবন্দর।




এই সিসিটিভির ফুটেজ দেখে এক সন্দেহজনক ব্যক্তির ছবি প্রকাশ করল ম্যাঙ্গালোর পুলিস। সাদা শার্ট পরা ওই ব্যক্তির মাথায় রয়েছে একটি ক্যাপ। তার হুড দিয়ে মুখের খানিকটা অংশ ঢেকে রেখেছে।


আরও পড়ুন-ভরসন্ধেয় দক্ষিণেশ্বর স্কাই ওয়াকে স্ত্রীকে কোপাল স্বামী


সিসিটিভির ফুটেজে দেখা গিয়েছে, সকাল ৮.৪৫-৯.০০ নাগাদ এক ব্যক্তি ওই ব্যাগ রেখে যাচ্ছে কাউন্টারের পাশে। তদন্তে আরও জানা গিয়েছে ম্যাঙ্গালোর বাস স্ট্যান্ড থেকে বাস চড়ে সে চলে আসে বিমানবন্দরের কাছাকাছি। সেখানে থেকে অটো চেপে পৌঁছায় বিমানবন্দরে। সেই অটোটিকেও সনাক্ত করে ফেলেছে পুলিস।