ওয়েব ডেস্ক: ফের অরুণাচল প্রদেশে রাজনৈতিক সঙ্কট। দল বিরোধী কাজের জন্য মুখ্যমন্ত্রী পেমা খান্ডুকে সাময়িক সাসপেন্ড করল PEOPLES PARTY OF ARUNACHAL PRADESH। গতকাল সন্ধ্যায় PPA-র শীর্ষ বৈঠকে পেমা খান্ডু ছাড়াও সাসপেন্ড করা হয়েছে উপমুখ্যমন্ত্রী চাওনা মেন সহ ৫ বিধায়ককেও। মুখ্যমন্ত্রী, উপমুখ্যমন্ত্রী ও ৫ বিধায়কের সাসপেনশনের খবর সামনে আসার পরই জোর তত্পরতা শুরু হয়ে গিয়েছে রাজ্যের রাজনৈতিক মহলে। পুরনো জমি ফিরে পেতে মরিয়া কংগ্রেস। অরুণাচল প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে দলের সব নেতা-কর্মীকেই মধ্যবর্তী নির্বাচনের জন্য প্রস্তুতি নিতে বলা হয়েছে।  


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন ৪৯তম দিনে দেশবাসীর কাছে নোট বাতিলের সুফল তুলে ধরলেন অর্থমন্ত্রী


কংগ্রেস ছেড়ে সদলবলে PPA-তে যোগ দেন পেমা খান্ডু। তার বিরুদ্ধে দিন কয়েক আগেই আদালতের দ্বারস্থ হয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি। সেই দলবদলের বৈধতা নিয়েই প্রশ্ন তুলেছে গুয়াহাটি হাইকোর্টের অরুণাচল বেঞ্চ। নোটিস গিয়েছে পেমা খান্ডু মন্ত্রিসভা ও স্পিকারকে। চৌঠা জানুয়ারি সেই মামলার শুনানি। তার আগে পেমা খান্ডু, উপমুখ্যমন্ত্রী এবং ৫ বিধায়কের সাময়িক সাসপেনশন তাত্পর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।


আরও পড়ুন  সোশ্যাল মিডিয়ায় ঝড়, ৩১ ডিসেম্বর সন্ধ্যায় 'এটাই' প্রধানমন্ত্রীর 'নয়া চমক'!