টাকার লোভ দেখিয়ে আগ্রায় ৩০০ জন গরীব মুসলমান সম্প্রদায়ের মানুষকে হিন্দু ধর্মে ধর্মান্তরিত করার ঘটনায় আজ উত্তাল হয়ে ওঠল রাজ্যসভা। মায়াবতীর অভিযোগ, এই ঘটনার সঙ্গে জড়িত রয়েছে আরএসএস। তাঁর দাবি, ভারতের মত ধর্মনিরপেক্ষ দেশে টাকার প্রলোভন দেখিয়ে ধর্মান্তকরণের পেছনে বিজেপির হাত রয়েছে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

সীতারাম ইয়েচুরিও এর প্রতিবাদে সরব হন। তিনি জানান, এই ঘটনা কেন ঘটল তার জবাব দিতে হবে খোদ প্রধানমন্ত্রীকে। সংসদীয় প্রতিমন্ত্রী ও বিজেপি মুখপাত্র মুখতার আব্বাস নকভির প্রতিক্রিয়া, এই ঘটনার জন্য কোন বিশেষ রাজনৈতিক দলকে দায়ী করা উচিত নয়। সোমবার সন্ধেয় আগ্রার বস্তি এলাকার মোট ৬০টি মুসলিম পরিবারের ৩০০ জন সদস্যকে পয়সার লোভ দেখিয়ে ধর্মান্তরিত করা হয়।


এদের বেশিরভাগই গোয়ালিয়র রোডের মধু নগরের বাসিন্দা। গত ১৭ বছর ধরে এই এলাকায় বসবাস করছেন তারা। বেশিরভাগই এসেছেন পশ্চিমবঙ্গ বা বাংলাদেশ থেকে। তবে এই ব্যাপারে মুখ খুলতে চাননি আগ্রার মুসলিম নেতারা।