নিজস্ব প্রতিবেদন: তবরেজ আনসারির মৃত্যু হয়েছিল হার্ট অ্যাটাকে, জানিয়ে দিল ময়নাতদন্তের রিপোর্ট। আর এই রিপোর্টের ভিত্তিতে অভিযুক্ত ১১ জনের উপর থেকে খুনের অভিযোগ তুলে নিল পুলিস।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

১৮ জুন ঝাড়খণ্ডের সরাইকেলা খারসাওন এলাকায় মোটরবাইক চোর সন্দেহে টানা প্রায় ৭ ঘণ্টা ধরে বেঁধে পেটানো হয় তবরেজ আনসারি নামে এক যুবককে। স্থানীয় বাসিন্দাদের হাত থেকে উদ্ধার করে তবরেজ স্থানীয় হাসপাতালে ভর্তি করে পুলিস। কিন্তু বাঁচানো যায়নি গনপিটুনিতে আক্রান্ত বছর চব্বিশের ওই যুবককে। ২২ জুন হাসপাতালে মৃত্যু হয় তবরেজের। এই ঘটনায় ১১ জনকে গ্রেফতার করে পুলিস। পরে আরও একজন পুলিসের কাছে আত্মসমর্পণ করেন। অভিযুক্তদের উপর অনিচ্ছাকৃত খুনের মামলা রুজু করে পুলিস। ঘটনায় গাফিলতির অভিযোগে বরখাস্ত করা হয় ২ পুলিসকর্তাকে। কিন্তু শেষমেশ ময়নাতদন্তের রিপোর্টে বদলে গেল গোটা ছবিটাই।


আরও পড়ুন: নাটক করবেন না, হুইল চেয়ার ছেড়ে উঠুন! দিল্লি বিমানবন্দরে সিআইএসএফের নির্দেশ বিশেষভাবে সক্ষম তরুণীকে


এ বিষয়ে ঝাড়খণ্ডের পুলিশকর্তা কার্তিক এস বলেন, “মেডিক্যাল রিপোর্টে খুনের কোনও প্রমাণ মেলেনি। ফলে অভিযুক্তদের বিরুদ্ধে অনিচ্ছাকৃত খুনের মামলাও করতে পারব না আমরা। প্রথমবারের ময়নাতদন্ত রিপোর্ট পাওয়ার পরও দ্বিতীয় দফায় উচ্চ পর্যায়ের বিশেষজ্ঞদের মতামত নেওয়া হয়েছে। তাঁরাও এই বিষয়ে একই মতামত দিয়েছেন।’’