জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: মহারাষ্ট্রের বদলাপুরে চার বছর বয়সি দুই স্কুল ছাত্রীর যৌন হেনস্থায় অভিযুক্ত অক্ষয় শিন্ডে। সোমবার পুলিসের গুলিতে তার মৃত্যু হয়। ঘটনার দু'দিন পর মুম্বাই ও তার আশপাশের এলাকা মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশের পোস্টারে ছেয়ে যায়। পোস্টারে দেখা যাচ্ছে ফড়নবিশ হাতে বন্দুক, রাইফেল ধরে আছেন এবং তার পাশে লেখা রয়েছে 'বাদলা পুরা' অর্থাৎ বদলা নেওয়া হয়ে গেছে। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন, High Court: ৭৫-এর স্ত্রী খোরপোষের দাবি-সহ ডিভোর্স নিয়ে খড়্গহস্ত ৮০-র স্বামীর উপর! হতভম্ব হাইকোর্ট বলল, 'ঘোর কলি'!


স্বাভাবিকভাবেই পোস্টার দেখে রাজনৈতিক মহল মনে করছে, ওই পুলিস এনকাউন্টারের কৃতিত্ব উপমুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশকে দেওয়া হচ্ছে। তবে ওই পোস্টারগুলিতে কারও নাম বা কোনও সংগঠনের নাম দেওয়া নেই। বর্তমান মহারাষ্ট্র মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে, কিন্তু তাঁর বদলে দেবেন্দ্র ফড়নবিশের ছবি কেন? তবে কি মহারাষ্ট্র ভোটের আগে কি নতুন কোনও সমীকরণের জানান দিচ্ছে? ভাবাচ্ছে রাজনৈতিক মহলকে। ফড়নবিশ এক্স হ্যান্ডেলে অ্যাক্টিভ থাকলেও তাঁর তরফ থেকে এই পোস্টার সংক্রান্ত কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। অভিযুক্ত অক্ষয়ের মা অলোকা দেবী বলেন, 'পুলিস আমার ছেলেকে খুন করেছে। স্কুল কর্তৃপক্ষের পাশাপাশি পুলিসের বিরুদ্ধেও তদন্ত হওয়া উচিত। যত ক্ষণ না এই ঘটনার তদন্ত হচ্ছে এবং প্রকৃত দোষী শাস্তি পাচ্ছে, আমার ছেলের দেহ নেব না।'  


এই ঘটনা নিয়ে মুম্বাই পুলিসকে তীব্র ভর্ৎসনার মুখে পড়তে হয়েছে বম্বে হাই কোর্টে। হাই কোর্ট বলেছে, চার জন পুলিশকর্মী মিলে অভিযুক্তকে কাবু করতে পারেননি? তিনটি গুলি চালানোর আগে পর্যন্ত পুলিশ কী করছিল? তাঁকে কাবু করতে পারল না? অভিযুক্তকে নিরস্ত্র করতে হাঁটুর নীচে গুলি চালানো যেত। এই ঘটনাকে কখনওই এনকাউন্টার বলা যাবে না। পুলিসের পাশে দাঁড়িয়ে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে বলেন, 'পুলিস  আত্মরক্ষার জন্য গুলি করেছে। তাদের কাছে বন্দুক শোপিসের জন্য ছিল না। সে পালিয়ে গেলে বিরোধীরা সমালোচনা করত এবং বলত যে আমরা তাকে পালাতে দিয়েছি। পুলিশ এনকাউন্টারে আহত হয়েছে। আমাদের উচিত পুলিশকে সমর্থন করা।' 


পুলিসের অভিযোগ, সোমবার সাড়ে ছ'টা নাগাদ মুমব্রা বাইপাসের কাছে শিন্ডে একজন কনস্টেবলের কাছ থেকে বন্দুক কেড়ে নিয়ে গুলি ছুড়তে থাকে। তাতে ওই কনস্টেবল আহত হয়ে যায়। এরপরই অন্য এক পুলিস অফিসার শিন্ডেকে গুলি করে। তাকে তারপর হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে সে মারা যায়। 


আরও পড়ুন, Lucknow Woman Dies | Work Stress: অফিসে কাজ করতে করতেই চেয়ার থেকে ধপ করে পড়ে যান তরুণী! পরের ঘটনা মর্মান্তিক...


 



(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)