ওয়েব ডেস্ক: ছোট ব্যবসায় উৎসাহ দিতে মুদ্রা ‌যোজনা শুরু করেছিল মোদী সরকার। একটি রিপোর্টদের দাবি, ওই প্রকল্পের সুফল মিলেছে। কর্মসংস্থান হয়েছে সাড়ে পাঁচ কোটি মানুষের।  


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

২০১৫ সালের ৮ এপ্রিল 'প্রধানমন্ত্রী মুদ্রা ‌যোজনা' নামে প্রকল্পটির সূচনা করেন নরেন্দ্র মোদী। এই প্রকল্পে ছোট ব্যবসাগুলিকে স্বপ্ল সুদে ঋণ দেওয়া হয়। SKOCH নামে একটি সংস্থার রিপোর্ট বলছে, চালু হওয়ার পর থেকে এখনও প‌র্যন্ত ঋণ দেওয়া হয়েছে ৩.৪২ লক্ষ কোটি টাকা। পেয়েছেন ৮ কোটি মানুষ। তাঁরা বেশিরভাগই ছোট ব্যবসায়ী। সবচেয়ে বেশি সুবিধা পেয়েছে কর্ণাটক, তামিলনাড়ু ও মহারাষ্ট্রের মতো শিল্পসমৃদ্ধ রাজ্য। ৫.৫ কোটি মানুষের কর্মসংস্থান হয়েছে। 


ঋণপ্রাপকদের মধ্যে বেশিরভাগই নতুন ব্যবসা শুরু করেছেন। এই প্রকল্পে অকৃষিক্ষেত্রে ব্যবসার জন্য ১০ লক্ষ টাকা প‌র্যন্ত ঋণ দেওয়া হয়। গোপালন, পশুপালন, মৌমাছি পালনও করা ‌যাবে। চলতি অর্থবর্ষের প্রথম ত্রৈমাসিকে আর্থিক বৃদ্ধির হার গত তিন বছরে সর্বনিম্ন। এদিকে তথ্যপ্র‌যুক্তি ক্ষেত্রে স্বয়ংক্রিয় মেশিন আসায় কাজ হারিয়েছেন বহু মানুষ। এই পরিস্থিতিতে মোদী সরকার চাইছে, চাকরি চেয়ে বর্তমান প্রজন্ম ব্যবসাতেই মনোনিবেশ করুক। ভারী শিল্পের চেয়ে ছোট ও মাঝারি ব্যবসাই দেশে সবচেয়ে বেশি কর্মসংস্থান দেয়। সহজে ও স্বপ্ল সুদে ঋণ পেলে ব্যবসা শুরু করতে পারবেন উৎসাহীরা। আখেরে লাভবান হবে দেশের অর্থনীতি। পাশাপাশি অনেকে কাজও পাবেন। ছোট ব্যবসার ঝক্কিও তুলনামূলক কম। প্রধানমন্ত্রীও একাধিকবার মুদ্রা ‌যোজনার কথা ফলাও করে প্রচার করেছেন। সরকার সূত্রে খবর, মুদ্রা ‌যোজনায় আরও কর্মসংস্থানের সম্ভাবনা রয়েছে। চাকরি আশা ছাড়া অনেকেই ব্যবসা করতে চাইছেন। 


আরও পড়ুন, লক্ষ্য ২০২২, বৃহস্পতিবার বুলেট ট্রেন প্রকল্পের শিলান্যাস করবেন মোদী