আজ সংঘের সভায় কী বলবেন প্রণব? সবার নজর নাগপুরের দিকে
রাতে বাবার বিরুদ্ধে প্রকাশ্যে মুখ খোলেন প্রণববাবুর মেয়ে তথা কংগ্রেস নেত্রী শর্মিষ্ঠা মুখোপাধ্যায়। টুইটারে তিনি লেখেন, `আমি কংগ্রেসে ছিলাম কংগ্রেসেই আছি। কংগ্রেসের মতাদর্শই আমার মতাদর্শ।`
নিজস্ব প্রতিবেদন: আজ আরএসএসের সদর দফতরে সংঘের সমাবর্তন অনুষ্ঠানে যোগ দেবেন প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়। তাই সব চোখ আজ নাগপুরের দিকে। নাগপুরে সংঘ শিক্ষা বর্গের তিন বছরের কোর্সের সমাপ্তি অনুষ্ঠানে বক্তব্য রাখবেন প্রণববাবু। বরাবর আরএসএস বিরোধী প্রণব মুখোপাধ্যায়ের এহেন সিদ্ধান্তে সমালোচনার ঝড় তুলেছে বিরোধী শিবিরের একাংশ। এমনকী বাবার সিদ্ধান্তের বিরুদ্ধে প্রকাশ্য বিবৃতি জারি করেছেন কন্যা শর্মিষ্ঠা। এই পরিস্থিতিতে প্রণববাবু কী বলতে চলেছেন তা নিয়ে কৌতুহল সমস্ত মহলেই।
নাগপুরের অনুষ্ঠানে কী বলবেন তা নিয়ে অবশ্য আগে থেকে কোনও আভাস দেননি প্রণব মুখোপাধ্যায়। এয়ারপোর্টে তাঁকে স্বাগত জানাতে হাজির ছিলেন কয়েকশ' স্বংয়সেবক। হাজির ছিলেন সহ সর সংঘ চালক রাজেশ লোয়া। প্রণববাবুকে ফুলের তোড়া দিয়ে স্বাগত জানান তিনি। বুধবার বিকেলে তিনি নাগপুর পৌঁছলেও সংঘের আতিথেয়তা গ্রহণ করেননি করেননি প্রণববাবু।
ওদিকে রাতে বাবার বিরুদ্ধে প্রকাশ্যে মুখ খোলেন প্রণববাবুর মেয়ে তথা কংগ্রেস নেত্রী শর্মিষ্ঠা মুখোপাধ্যায়। টুইটারে তিনি লেখেন, 'আমি কংগ্রেসে ছিলাম কংগ্রেসেই আছি। কংগ্রেসের মতাদর্শই আমার মতাদর্শ।' বাবার সমালোচনা করে তিনি লেখেন, 'লোকে আপনার ভাষণ ভুলে যাবে। কিন্তু ছবি গুলো দেখিয়ে আরএসএস অপপ্রচার করবে।'
রাজ্য মন্ত্রিসভায় বড়সড় রদবদল, দফতর হারালেন ২ হেভিওয়েট মন্ত্রী
নাগপুরের অনুষ্ঠানে অংশগ্রহণের ব্যাপারে প্রণববাবু সহমতি জানাতেই তুমুল আলোচনা শুরু হয়। কংগ্রেসের তরফে দেশের ধর্মনিরপেক্ষতা রক্ষার্থে প্রণববাবুকে ওই অনুষ্ঠানে অংশগ্রহণ না করতে অনুরোধ করা হয়। এক কথায় দলের একদা অন্যতম কান্ডারির এহেন সিদ্ধান্তে কিংকর্তব্যবিমূঢ় হয়ে পড়েন কংগ্রেস নেতারা। দলের রাজ্যসভার সাংসদ তথা সোনিয়া গান্ধীর রাজনৈতিক উপদেষ্টা আহমেদ পটেল বলেন, 'প্রণবদার কাছ থেকে এটা আশা করিনি।'