নিজস্ব প্রতিবেদন: চারদিনে ৩বার কংগ্রেসের (Congress) সভানেত্রী সোনিয়া গান্ধীর (Sonia Gandhi) সঙ্গে দেখা করলেন ভোটকুশলী প্রশান্ত কিশোর (Prashant Kishor)। সূত্রের খবর, ২০২৪-এর লোকসভা ভোটের রোডম্যাপ প্রস্তুত করতে কংগ্রেস নেতৃত্বকে একাধিক প্রস্তাব দিয়েছেন পিকে (PK)। একই সঙ্গে তাঁর কংগ্রেসে যোগদান নিয়েও জল্পনা চড়ছে।   


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

১৬ এপ্রিল প্রথমবার ১০ জনপথে গিয়ে সোনিয়া গান্ধীর সঙ্গে বৈঠক করেন প্রশান্ত কিশোর (Prashant Kishor)। সেই বৈঠকে উপস্থিত ছিলেন কংগ্রেসের বেশ কয়েকজন শীর্ষ নেতা। তাঁদের সামনে লোকসভা ভোটের প্রস্তুতি সংক্রান্ত একটা রোডম্যাপ পেশ করেন ভোটকুশলী। এরপর ১৮ এপ্রিল ফের একবার কংগ্রেস সভানেত্রীর সঙ্গে দেখা করেন পিকে। যেখানে উপস্থিত ছিলেন প্রিয়াঙ্কা গান্ধীও (Priyanka Gandhi)। এছাড়া ছিলেন কেসি ভেনুগোপাল, মুকুল ওয়াসনিক, রণদীপ সুরজেওয়ালা, পি চিদাম্বরম, জয়রাম রমেশের মতো কংগ্রেস নেতারা। জানা গিয়েছে, মঙ্গলবার সকালে ফের একবার কংগ্রেস নেতাদের সঙ্গে একপ্রস্ত বৈঠকে বসেন কিশোর। 


সূত্রের খবর, সময় নষ্ট না করে কংগ্রেস নেতৃত্বকে এখন থেকেই ২০২৪-এর লোকসভা ভোটের প্রস্তুতি শুরুর প্রস্তাব দিয়েছেন প্রশান্ত কিশোর (Prashant Kishor)। সঙ্গে দিয়েছেন আরও কয়েকটি টোটকা-


কংগ্রেসকে দেওয়া কিশোরের সম্ভাব্য প্রস্তাব


১. দেশের ৩৭০টি লোকসভা আসনে গুরুত্ব দিতে হবে।
২. যে আসনগুলোতে কংগ্রেসের জেতার সম্ভাবনা বেশি সেখানে গুরুত্ব দিতে হবে।
৩. দুর্বল আসনগুলোতেও এখনই নজর দিতে হবে।
৪. অত্যন্ত দ্রুততার সঙ্গে কংগ্রেসে সংগঠনিক পরিবর্তন প্রয়োজন।
৫. সোশ্যাল মিডিয়ায় বেশি গুরুত্ব দেওয়া প্রয়োজন।
৬. প্রয়োজন অনুযায়ী আঞ্চলিক দলগুলোর সঙ্গে কংগ্রেসকে জোট করার প্রস্তাব। 
৭. পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু, মহারাষ্ট্র এবং ঝাড়খণ্ডে কংগ্রেসকে জোট করে লড়াইয়ের প্রস্তাব।
৮. বিহার, ওড়িশা এবং উত্তরপ্রদেশে কংগ্রসকে একক লড়াইয়ের প্রস্তাব।
৯. প্রদেশের নেতাদের সঙ্গে শীর্ষ নেতৃত্বকে প্রাত্যহিক যোগাযোগ রাখার নির্দেশ।


এখন প্রশ্ন হল, প্রশান্ত কিশোর (Prashant Kishor) কি কংগ্রেসে যোগদান করবেন? যোগ দিলেও কংগ্রেসে তাঁর ভূমিকা কী হবে?


সূত্রের খবর, প্রথমে না চাইলেও বর্তমানে কংগ্রেসে যোগ দিতে রাজি হয়েছেন ভোটকুশলী। তবে, দলের অন্দরে তাঁর ভূমিকা কী হবে, তা নিয়ে আলোচনা করছে কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব।


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)