নিজস্ব প্রতিবেদন: ১০ জানুয়ারি থেকে ষাটোর্ধ্ব ব্যক্তি এবং প্রথম সারির করোনা যোদ্ধাদের 'বুস্টার ডোজ' বা 'প্রিকশনারি ডোজ' দেওয়া শুরু হবে। সেই ডোজ নিতে গেলে কী কী করতে হবে? কীভাবে মিলবে ওই ডোজ? শুক্রবার এই সংক্রান্ত নয়া নির্দেশিকা প্রকাশ করল কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক (Ministry of Health & Family Welfare)। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

হেডার: 'বুস্টার ডোজ'-এর নয়া নির্দেশিকা স্বাস্থ্য মন্ত্রকের


-'বুস্টার ডোজ' বা 'প্রিকশনারি ডোজ' নিতে পুনরায় রেজিস্ট্রেশনের প্রয়োজন নেই


-সরাসরি টিকাকরণ কেন্দ্রে গেলেই মিলবে 'বুস্টার ডোজ'


-ভ্যাকসিনের দুটো ডোজ নেওয়া থাকলেই মিলবে  অ্য়াপয়েন্টমেন্ট


- ৮ জানুয়ারি সন্ধ্যে থেকে শুরু হচ্ছে অ্য়াপয়েন্টমেন্ট   


- ষাটোর্ধ্ব ব্যক্তি এবং প্রথম সারির করোনা যোদ্ধাদের 'বুস্টার ডোজ' বা 'প্রিকশনারি ডোজ' 


- ১০ জানুয়ারি থেকে দেওয়া হবে 'বুস্টার ডোজ'



বড়দিনের সন্ধ্যেয় দেশবাসীকে বড় উপহার দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। ১৫ থেকে ১৮ বছর বয়সীদের টিকাকরণের ঘোষণা করেন। একই সঙ্গে ষাটোর্ধ্ব নাগরিক এবং প্রথম সারির করোনা যোদ্ধাদের (Frontline Warriors) প্রিকশন ডোজ (Precaution Doses) দেওয়ারও কথা ঘোষণা করেন তিনি। 


আরও পড়ুন: ৭ দিন হোম কোয়ারেনটাইন বাধ্যতামূলক, বিদেশ ফেরত যাত্রীদের জন্য আরও কড়া নির্দেশিকা


আরও পড়ুন: NEET PG Counselling: সুপ্রিম কোর্টে স্বস্তিতে কেন্দ্র, আপাতত বহাল সংরক্ষণ


Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App