ওয়েব ডেস্ক: ৫১ দিন পর কার্ফু উঠল কাশ্মীরে। ধীরে ধীরে স্বাভাবিক ছন্দে ফিরছে উপত্যকা। সরকারি দফতরগুলিতে বেশিরভাগ কর্মীই এদিন কাজে যোগ দেন। ব্যাঙ্ক খুলতেই গ্রাহকদের ভিড় উপচে পড়ে। লাগাতার হিংসা আর অশান্তির কারণে রাস্তা থেকে সরকারি গাড়ি প্রায় উঠেই গিয়েছিল।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন রেলের অনলাইন টিকিট ক্যানসেলের জন্য আপনাকে ঠিক কত টাকা দিতে হবে জানুন


এদিন কার্ফু উঠতেই প্রচুর প্রাইভেট কার রাস্তায় নামে। রামবাগ, জওহর নগর, রাজবাগে হালকা জ্যামও হয়। যদিও বিচ্ছিন্নতাবাদী সংগঠনের ডাকা বনধের কারণে এদিনও উপত্যকায় স্কুল, কলেজ বন্ধই ছিল। গত নয়ই জুলাই হিজবুল জঙ্গি বুরহান ওয়ানির মৃত্যুর পর থেকে অশান্ত হয়ে ওঠে উপত্যকা। ভূস্বর্গে লাগাতার হিংসায় দুই পুলিসকর্মী সহ ৬৮জনের মৃত্যু হয়। পুলিসের ছোড়া ছররা গুলিতে কাশ্মীরের বহু যুবকের চোখ নষ্ট হয়ে যায়। এদিন কার্ফু উঠে যাওয়ার পর পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক। যদিও অশান্তি এড়াতে শ্রীনগরের তিনটি থানা ও পুলওয়ামায় কার্ফু জারি রাখা হয়েছে।