নিজস্ব প্রতিবেদন: প্রথম বাঙালি রাষ্ট্রপতি তো বটেই কিন্তু দেশের অন্যতম রাজনৈতিক অভিভাবক প্রণব মুখোপাধ্যায় আর নেই। সেনা হাসপাতালে লম্বা লড়াই শেষ। মহাপ্রয়াণ হয়েছে ভারতরত্ন প্রণব মুখোপাধ্যায়ের।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ছেলে অভিজিৎ মুখোপাধ্যায়ের টুইটের পরেই শোকস্তব্ধ গোটা দেশ। ২০১৭ সালের ২৫ জুলাই প্রণব মুখোপাধ্যায়ের জায়গায় নতুন রাষ্ট্রপতি হন রামনাথ কোবিন্দ। প্রণব মুখোপাধ্যায়ের প্রয়াণে রামনাথ কোবিন্দ লিখেছেন, "একটি যুগের অবসান।"


 



পাঁচ দশকের রাজনৈতিক জীবনে সবসময় ভারত মাতার সেবা করে গিয়েছেন। দেশ তাঁর এক সুযোগ্য সন্তানকে হারালো। এই কথা জানিয়ে প্রণব মুখোপাধ্যায়ের পরিবার ও বন্ধুদের সমবেদনা জানিয়েছেন দেশের বর্তমান রাষ্ট্রপতি।


শোকস্তব্ধ স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও। তিনি লিখেছেন, "প্রণব মুখোপাধ্যায়ের চলে যাওয়া অত্যন্ত বেদনাদায়ক। তিনি পবিত্রতার সঙ্গে দেশের সেবা করে গিয়েছেন। প্রণবদার কেরিয়ার দেশের কাছে গর্বের।"