নিজস্ব প্রতিবেদন: জাতীয় স্তরের নেতা বা প্রশাসনিক ব্যক্তিরা তাঁদের ভাষণে কোনও বাঙালি কবির লেখা উচ্চারণ করলে অন্তত ৯৯ ভাগ সময়ে সেটি অবধারিত ভাবে রবীন্দ্রনাথের কবিতাই হয়। কিন্তু কিছু দিন আগে প্রধানমন্ত্রী তাঁর ভাষণে স্বল্প পরিচিত মনমোহন বসুর কবিতা উল্লেখ করেছিলেন। এ বার রাষ্ট্রপতিও তেমন এক ব্যতিক্রমী কাণ্ড ঘটালেন। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

শুক্রবার তাঁর বাজেট-বক্তৃতায় উঠে এল জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুরের (jyotirindranath tagore) গানের কথা। বাজেট অধিবেশনের শুরুতে জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুরের লেখা 'চল রে চল সবে ভারত সন্তান' গানটির উল্লেখ করে দেশবাসীকে দেশপ্রেমের বার্তা দিলেন রাষ্ট্রপতি (ramnath kovind)। 


Also Read: তেরঙ্গার অপমানকারীদের এখানে জায়গা নেই, কৃষক-এলাকাবাসী সংঘর্ষে তোলপাড় Singhu-Tikri সীমান্ত


পশ্চিমবঙ্গকে রাষ্ট্রপতি 'বীরত্বের ভূমি' বলেও উল্লেখ করেন। গানটির উল্লেখ করে রাষ্ট্রপতি জানান, রবীন্দ্রনাথের (rabindranath tagore) দাদা জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর অসাধারণ এক দেশাত্মবোধক গান (patriotic song) লিখেছিলেন। জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুরের সংক্ষিপ্ত পরিচয়ও দেন তিনি। বুঝিয়ে দেন গানটির অর্থ। 



রাষ্ট্রপতির কণ্ঠে জ্যোতিরিন্দ্রনাথের কবিতা চমকে দিয়েছে বাঙালিকে, দিয়েছে আনন্দও।


Also Read: লোকসভায় Economic Survey পেশ অর্থমন্ত্রীর