COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

 


ওয়েব ডেস্ক: রামনাথ কোভিন্দ না মীরা কুমার? কে হবেন প্রণব মুখোপাধ্যায়ের উত্তরসুরী? জানা যাবে আজ। সকাল ১১টা থেকে শুরু রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গণনা। প্রথমে সাংসদদের ব্যালট গোণা হবে। এরপর বিভিন্ন রাজ্যের বিধায়কদের ব্যালট গণনা। বিকেল ৫টার মধ্যে ফল ঘোষণার সম্ভাবনা। ভোট গণনার জন্য সংসদ ভবনে বিশেষ টেবিলের ব্যবস্থা করা হয়েছে। মোট ৮ রাউন্ড গণনা হবে। রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিয়েছেন মোট ৪ হাজার আটশো ৯৬জন। যারমধ্যে ৪ হাজার ১২০জন বিধায়ক এবং ৭৭৬জন নির্বাচিত সাংসদ। সংখ্যাতত্বের নিরিখে পাল্লা ভারী NDA প্রার্থী তথা বিহারের প্রাক্তন রাজ্যপাল রামনাথ কোভিন্দের। তবে লোকসভার প্রাক্তন স্পিকার মীরা কুমারকে ঘিরে আশাবাদী বিরোধীরা। আরও পড়ুন- "আমাদের বেতন আমাদের সেক্রেটারিদের চেয়েও কম", বলে বেতন বৃদ্ধির আবেদন রাজ্যসভার সাংসদের