Presidential Election: রাষ্ট্রপতি পদে বিরোধীদের পছন্দ তিনিই তবুও তৃণমূল ছাড়ছেন যশবন্ত!
বিরোধী নেতারা চেষ্টা করলেও রাষ্ট্রপতি নির্বাচনের লড়াই থেকে সরে দাঁড়ান শরদ পাওয়ার ও ফারুক আবদুল্লা। ফলে বিরোদীদের প্রার্থী কে হবেন তা নিয়ে একটা জল্পনা ছিলই
নিজস্ব প্রতিবেদন: রাষ্ট্রপতি নির্বাচনে বিরোধীদের প্রার্থী হিসেবে শরদ পাওয়ার, ফারুক আবদুল্লা ও গোপালকৃষ্ণ গান্ধীর পর এবার উঠে আসছে তৃণমূলের সর্বভারতীয় সহ-সভাপতি যশবন্ত সিনহার নাম। আজই হয়তো তাঁর নাম ঘোষণা হয়ে যেতে পারে। তবে তার আগেই টুইট করে তৃণমূল কংগ্রেস 'ছাড়ার' ইচ্ছে প্রকাশ করলেন যশবন্ত সিনহা।
মঙ্গলবার একটি টুইট করে যশবন্ত সিনহা লিখেছেন, 'তৃণমূল কংগ্রেস আমাকে যে সম্মান ও মর্যাদা দেওয়া দিয়েছে তার জন্য মমতা বন্দ্য়োপাধ্য়ায়কে ধন্যবাদ। তবে এখন বৃহত্তর স্বার্থে ও বিরোধীদের ঐক্যবদ্ধ করার লক্ষ্যে আমাকে দল থেকে সরে দাঁড়াতে হবে। আশাকরি মমতা বন্দ্যোপাধ্যায় আমরা এই পদক্ষেপকে অনুমোদন দেবেন।'
উল্লেখ্য, বিরোধী নেতারা চেষ্টা করলেও রাষ্ট্রপতি নির্বাচনের লড়াই থেকে সরে দাঁড়ান শরদ পাওয়ার ও ফারুক আবদুল্লা। ফলে বিরোদীদের প্রার্থী কে হবেন তা নিয়ে একটা জল্পনা ছিলই। তবে যশবন্তের ওই টুইটের পর স্পষ্ট যে সম্ভবত বিরোধীদের প্রার্থী যশবন্তই। এমনটাই জল্পনা রাজনৈতিক মহলে।
আরও পড়ুন-প্রায় চূড়ান্ত বিরোধী জোটের রাষ্ট্রপতি পদপ্রার্থীর নাম, জেনে নিন কে এই তৃণমূল নেতা