President Election 2022: প্রায় চূড়ান্ত বিরোধী জোটের রাষ্ট্রপতি পদপ্রার্থীর নাম, জেনে নিন কে এই তৃণমূল নেতা

১৫ জুন, তৃণমূল কংগ্রেস দিল্লিতে বিরোধী দলগুলির একটি বৈঠক ডাকে। সেখানে শরদ পাওয়ারের নাম সর্বসম্মতভাবে বিরোধী প্রার্থী হিসাবে প্রস্তাব করা হয়। যদিও পাওয়ার সেই প্রস্তাব ফিরিয়ে দেন।

Updated By: Jun 21, 2022, 12:29 PM IST
President Election 2022: প্রায় চূড়ান্ত বিরোধী জোটের রাষ্ট্রপতি পদপ্রার্থীর নাম, জেনে নিন কে এই তৃণমূল নেতা

নিজস্ব প্রতিবেদন: রাষ্ট্রপতি নির্বাচনে বিজেপি বিরোধী জোটের প্রার্থী হিসেবে উঠে আসছে যশবন্ত সিনহার নাম। মঙ্গলবার দুপুর ২.৩০ নাগাদ বিরোধী জোটের তরফে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হতে পারে তাঁর নাম। সূত্র মারফত জানা গিয়েছে মঙ্গলবার এনসিপি নেতা শরদ পাওয়ারের দিল্লির বাসভবনের বৈঠকে যশবন্ত সিনহার নাম নির্বাচন করা হয়।    

অটল বিহারী বাজপেয়ীর নেতৃত্বাধীন এনডিএ সরকারে কেন্দ্রীয় অর্থমন্ত্রী এবং বিদেশমন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করেন যশবন্ত সিনহা। ২০২১ সালে তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়ার আগে তিনি ২০১৮ সালে বিজেপি ছেড়েছিলেন। গত বছর বিধানসভা নির্বাচনের ঠিক আগে দলের জাতীয় সহসভাপতি নিযুক্ত হন তিনি।

রাষ্ট্রপতি পদপ্রার্থী হওয়ার পরে প্রতিক্রিয়া জানিয়েছেন যশবন্ত সিনহা। তিনি টুইট করেছেন যে আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে কৃতজ্ঞ তাকে টিএমসিতে সম্মান ও প্রতিপত্তি দেওয়ার জন্য। এখন তাঁকে বৃহত্তর জাতীয় স্বার্থে দলের বাইরে বৃহত্তর বিরোধী ঐক্যের জন্য কাজ করতে হবে বলেও টূইটে লিখেছেন তিনি।

 

এর আগে ১৫ জুন, তৃণমূল কংগ্রেস দিল্লিতে বিরোধী দলগুলির একটি বৈঠক ডাকে। সেখানে শরদ পাওয়ারের নাম সর্বসম্মতভাবে বিরোধী প্রার্থী হিসাবে প্রস্তাব করা হয়। যদিও পাওয়ার সেই প্রস্তাব ফিরিয়ে দেন।

আরও পড়ুন: Maharashtra Politics: বিপাকে ঠাকরে সরকার! দল ছাড়বেন একনাথ শিন্ডে?

মমতা বন্দ্যোপাধ্যায় এরপরে দুটি সম্ভাব্য নাম হিসেবে ন্যাশনাল কনফারেন্সের প্রধান ফারুক আবদুল্লা এবং পশ্চিমবঙ্গের প্রাক্তন রাজ্যপাল গোপাল কৃষ্ণ গান্ধীর নাম প্রস্তাব করেন। তবে আবদুল্লা এবং গোপাল কৃষ্ণ দুজনেই এই প্রস্তাব ফিরিয়ে দেন। 

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

.