ওয়েব ডেস্ক : গত বছর বিধানসভা নির্বাচনে উত্তর-পূর্ব ভারতে নিজেদের জায়গা দখল করেছে BJP। এবার তাতে আরও পালক যোগ করার লক্ষ্যে নতুন উদ্যোমে নেমেছে দল। আগামী ৪ ও ৮ মার্চ মণিপুরে রয়েছে বিধানসভা নির্বাচন। তার আগে সেখানকার কর্মী-সমর্থকদের আজ একরকম ভোকাল টনিক সাপলাই করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন- সপা-কংগ্রেস জোটকে বিঁধতে একেবারে অ্যাটাকিং মোডে নরেন্দ্র মোদী


মণিপুরের রাজধানী ইম্ফলে আর একটি নির্বাচনী জনসভায় বক্তব্য রাখেন প্রধানন্ত্রী। শুরু থেকেই তাঁর নিশানায় ছিল সেখানকার বিদায়ী কংগ্রেস সরকার। একের পর এক বিষয় নিয়ে আক্রমণ শানাতে থাকেন মোদী। বলেন, ''এক সময় অটলজী(প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী) উত্তর-পূর্ব ভারত নিয়ে নানা পরিকল্পনা করেছিলেন। কিছু বাস্তব রূপও দিয়েছিলেন। কিন্তু, গত ১৫ বছরে কংগ্রেস গোটা উত্তর-পূর্ব ভারতকে উন্নয়নের নামে তলানিতে এনে ঠেকিয়েছে।''


তাঁর কথায়, ''গত ৪০ বছরে ভারতের কোনও প্রধানমন্ত্রী নর্থ ইস্ট কাউন্সিলের বৈঠকে যোগ দেননি। ফলে, উন্নয়ন থমকে গিয়েছে এখানে।'' আরও যোগ দেন, ''গোটা দেশে উন্নয়নের জোয়ার এসেছে। এবার সেই জোয়ার অসম্পূর্ণ থেকে যায় উত্তর-পূর্ব ভারতে উন্নয়ন না হলে।''