ওয়েব ডেস্ক : শুরু হয়েছিল গতকাল। আজও তার রেশ ধরে রাখলেন। রাজ্যসভায় কংগ্রেসকে নজিরবিহীন ভাবে আক্রমণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গতকাল রাহুল গান্ধীকে, তারপর  আজ UPA আমলে দুর্নীতি প্রসঙ্গ টেনে প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংকে একহাত নেন তিনি।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন- ওবামা ব্যবহার করছেন উত্তরপ্রদেশে তৈরি বিছানার চাদর, ভোটমুখী রাজ্যে স্বপ্নে ফেরি রাহুলের


মোদীর কথায়, ''UPA আমলে দুর্নীতির কোনও আঁচ মনমোহন সিংয়ের ওপর আসেনি। কারণ তিনি খুব নিপুণভাবে বাথরুমে রেইনকোট পড়ে স্নান করার কৌশলটা রপ্ত করেছিলেন।'' মোদীর এই বক্তব্যের পর রাজ্যসভা হাসিতে ফেটে পড়ে। তবে, তাঁর কথার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়ে রাজ্যসভা থেকে ওয়াক আউট করেন কংগ্রেস সাংসদরা।


গত কয়েকদিন ধরেই, নোট বাতিল থেকে বাজেট সহ একাধিক বিষয়ে নরেন্দ্র মোদী সরকারের বিরুদ্ধে সরব হয়েছিল বিরোধীরা।