ওয়েব ডেস্ক: আন্তঃরাজ্য পরিষদের বৈঠকে বিশেষ গুরুত্ব পেল অভ্যন্তরীণ নিরাপত্তা ইস্যু। কেন্দ্র-রাজ্য তথ্য বিনিময় থেকে গোয়েন্দা সংস্থাগুলির মধ্যে সমন্বয়ে জোর দেওয়ার কথা বললেন প্রধানমন্ত্রী।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

বিশ্বজুড়ে সন্ত্রাসের আবহ। আমেরিকা থেকে ফ্রান্স, ব্রাসেলস থেকে তুরস্ক, ঘরের পাশে বাংলাদেশ,রক্ত ঝরিয়েই চলেছে জঙ্গিরা। বাদ নেই ভারতও। গোটা দেশজুড়ে নিঃশব্দে জাল ছড়াচ্ছে আইসিস। কেন্দ্রীয় গোয়েন্দা রিপোর্টে বারবার উঠে এসেছে এই তথ্য। সেকারণে আন্তঃরাজ্য পরিষদের বৈঠকে দেশের অভ্যন্তরীণ নিরাপত্তার বিষয়েই সবচেয়ে বেশি গুরুত্ব দিলেন নরেন্দ্র মোদী।


আরও পড়ুন টানা ৮ দিন কার্ফু জারি কাশ্মীরে, মৃত বেড়ে ৩৮


দেশের অভ্যন্তরীণ নিরাপত্তার ক্ষেত্রে এখন আর মাওবাদীরা সবচেয়ে বড় বিপদ নয়। বিভিন্ন আন্তর্জাতিক জঙ্গি সংগঠনই এখন দেশের সবচেয়ে বড় শত্রু। সাম্প্রতিক বেশ কয়েকটি ঘটনায় উঠে এসেছে সেই তথ্য। 


বাংলাদেশ থেকে এসে বর্ধমান, বীরভূম, মালদায় ঘাঁটি গেড়েছিল একাধিক জেএমবি সদস্য। খাগড়াগড় বিস্ফোরণে উঠে এসেছে সেই তথ্য। লাভপুরে ঘাঁটি গেড়ে থাকা আইসিস সদস্য মুসাকে গ্রেফতার করা হয় বর্ধমান থেকে।


গত দু বছরে রাজ্যের বিভিন্ন জেলা থেকে মুসা, তার সহযোগী সুলেমান আর ইউসুফ অন্তত ৫০জন যুবককে আইসিসের সক্রিয় সদস্য হিসেবে দলে টেনেছে। বাংলাদেশের চাঁপাই নবাবগঞ্জের জেএমবি নেতা সুলেমানের সঙ্গে মালদায় দেখা হয় মুসার। হায়দরাবাদে NIA-র জালে পড়ে IS মডিউলের প্রধান ইয়াসির নিয়ামতুল্লা ও আতাউল্লা রহমান। ধৃতদের বিরুদ্ধে হায়দরাবাদে IS-র মডিউল চালানোর অভিযোগের প্রমাণ মিলেছে। এই পরিস্থিতিতে দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা জোরদার করতে কেন্দ্র-রাজ্য সমন্বয়ে জোর দেওয়ার কথাই বললেন প্রধানমন্ত্রী।


সন্ত্রাস ঠেকাতে রাজ্যগুলিকে আরও সতর্ক ও আপডেটেড থাকার পরামর্শ দিয়েছেন নরেন্দ্র মোদী। আন্তঃরাজ্য পরিষদের বৈঠকে টিম ইন্ডিয়ার পক্ষেই ঝোড়ো ব্যাটিং করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংও। কেন্দ্র-রাজ্য, দুপক্ষ কাঁধে কাঁধ মিলিয়ে চললেই দেশ এগোবে বলে দাবি তাঁর।