ওয়েব ডেস্ক: স্বরাজকে সুরাজে পরিবর্তন করাই এখন কেন্দ্রের অন্যতম লক্ষ্য। স্বাধীনতা দিবসে লালকেল্লায় জাতীর উদ্দেশে ভাষণে বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সত্তরে পা দিল স্বাধীনতা। দেশজুড়ে উত্‍সবের আমেজ। লাল কেল্লায় জাতীয় পতাকা উত্তোলন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এরপর জাতির উদ্দেশে ভাষণ দেন তিনি। উপস্থিত ছিলেন বিভিন্ন দেশের কূটনীতিকরা।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

জঙ্গি হানা এড়াতে রাজধানী সহ দেশের বিভিন্ন শহরে কড়া নিরাপত্তা। রেল স্টেশন, বাস স্ট্যান্ড, বিমানবন্দরগুলিতেও বাড়তি নজরদারি। সন্দেহভাজন কিছু দেখলেই আটক করে তল্লাসি পুলিসের। স্বাধীনতা দিবস উপলক্ষে রাজ্যজুড়েও বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে সীমান্ত লাগোয়া জেলাগুলিতেও বাড়তি নজরদারি রয়েছে।


আরও পড়ুন- স্বাধীনতা দিবসের প্রাক্কালে জাতীর উদ্দেশ্যে ভাষণ রাষ্ট্রপতির; উঠে এল দলিত নির্যাতন প্রসঙ্গ


কেন্দ্রীয় সরকারের বিভিন্ন জনমুখী ও উন্নয়নমুলক কর্মসূচির উল্লেখ করলেন প্রধানমন্ত্রী। মূদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে সক্রিয় ব্যবস্থা নিয়েছে সরকার। লালকেল্লায় জাতির উদ্দেশে ভাষণে বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।


আজ, রেড রোডে জাতীয় পতাকা উত্তোলন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও।


আরও পড়ুন- স্বাধীনতা দিবসে জঙ্গিহানা ও নাশকতার আশঙ্কায় নয়াদিল্লি সহ দেশের বিভিন্ন প্রান্তে কড়া নিরাপত্তা