ওয়েব ডেস্ক: সিঙ্গুরে কারখানার কাছে দুর্গাপুর এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনার কবলে পড়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গাড়ি। আহত অবস্থায় তাঁকে ভর্তি করা হয় বেলভিউ নার্সিংহোমে। দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়তেই তৃণমূল সাংসদের শারীরিক অবস্থা সম্পর্কে খোঁজখবর নেন প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতি। অভিষেকের আরোগ্য কামনায় ফেসবুকে মেসেজের বন্যা।  তারপরই টুইটারে সকলকে ধন্যবাদ জানান মুখ্যমন্ত্রী।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের উদ্দেশে তিনি লিখেছেন --
অভিষেক সম্পর্কে খোঁজখবর নেওয়ায় এবং শুভেচ্ছাবার্তা পাঠানোর জন্য সম্মানীয় রাষ্ট্রপতির কাছে আমরা কৃতজ্ঞ। দুর্ঘটনার পর তিনিই প্রথম আমাদের ফোন করেন এবং লড়াইয়ের শক্তি জোগান।


নরেন্দ্র মোদীকে পাল্টা টুইটে মুখ্যমন্ত্রী লিখেছেন --
হাজার ব্যস্ততার মধ্যেও অভিষেক সম্পর্কে খোঁজখবর নেওয়ায় আমরা সম্মানীয় প্রধানমন্ত্রীর কাছেও
কৃতজ্ঞ। তাঁর চিকিত্‍সায় সবরকম সহযোগিতার প্রস্তাবও দিয়েছেন প্রধানমন্ত্রী। এ জন্য তাঁকে ধন্যবাদ
জানাচ্ছি।


আরও পড়ুন হাসপাতালে শুয়ে থাকা মানুষটার মৃত্যুকামনা হচ্ছে, এ কোন মানুষ আমরা?


দিল্লির মুখ্যমন্ত্রী তথা অন্যান্য দলের নেতাদের ধন্যবাদ জানিয়ে লিখেছেন --
অভিষেক সম্পর্কে উদ্বেগপ্রকাশ করায় আমরা তৃণমূল পরিবারের পক্ষ থেকে অরবিন্দ কেজরিওয়াল সহ
দেশের সব রাজনৈতিক দল এবং সর্বস্তরের মানুষকে ধন্যবাদ জানাচ্ছি।


দলের সর্বস্তরের নেতাদেরও ধন্যবাদ জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় --
মারাত্মক দুর্ঘটনার পর অভিষেক সম্পর্কে খোঁজখবর নেওয়া এবং তাঁর প্রতি উদ্বেগপ্রকাশ করায়
জাতীয়, রাজ্য, জেলা এবং ব্লকস্তরের সব নেতাকর্মীকে ধন্যবাদ জানাচ্ছি।