নিজস্ব প্রতিবেদন: রণনীতি তৈরি। সদ্য রাজনীতিতে আসা প্রিয়ঙ্কা গান্ধী বঢরা কোথায়, কীভাবে নির্বাচনী প্রচার চালাবেন, তার চূড়ান্ত খসড়া তৈরি হয়ে গিয়েছে বলে উত্তরপ্রদেশ প্রদেশ কংগ্রেস সূত্রে খবর। জানা যাচ্ছে, আগামী ২১ ফেব্রুয়ারি কুম্ভ থেকেই নির্বাচনী প্রচারের যাত্রা শুরু করবেন প্রিয়ঙ্কা। গত সপ্তাহেই লখনউয়ে রোড শো করে প্রত্যক্ষ রাজনীতিতে অভিষেক করেন তিনি। এর পর টানা তিন দিন রাজ্যের বিভিন্ন জেলার দলের কর্মী ও সমর্থকদের সঙ্গে বৈঠক করে প্রিয়ঙ্কা আবহাওয়া বোঝার চেষ্টা করেছেন। প্রকাশ্যে সে ভাবে মুখ খোলেননি তিনি। সূত্রের খবর, আগামী দিনে রাজ্য ও কেন্দ্রের শাসক দলকে তাঁর বাগ্মিতায় কীভাবে তুলোধনা করতে পারেন, সে দিকেই তাকিয়ে দলের ‘উজ্জীবিত’ কর্মীরা।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন- রাতভর অভিযানে বড়সড় সাফল্য সেনার, পুলওয়ামায় খতম ২ জইশ কমান্ডার


প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কেন্দ্র বারাণসীতে জনসভা করতে পারেন প্রিয়ঙ্কা গান্ধী বঢরা। পূর্ব উত্তরপ্রদেশের ৪১টি কেন্দ্র তাঁর দায়িত্বে রয়েছে। যার মধ্যে নরেন্দ্র মোদীর বারাণসী এবং উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের গোরক্ষপুর কেন্দ্র রয়েছে। এই দুটি উল্লেখযোগ্য কেন্দ্রে প্রিয়ঙ্কা নেতৃত্বাধীন কংগ্রেস কতটা সাফাল্য পাবে, সেটাই রাজনৈতিক মহলে জোর চর্চার বিষয়। জানা যাচ্ছে, পুলওয়ামা জঙ্গি হামলায় নিহত উত্তরপ্রদেশের জওয়ানের বাড়িতে গিয়ে পরিবারের প্রতি সমবেদনা জানাতে পারেন প্রিয়ঙ্কা। তাঁর পরিদর্শনের খবর পেয়ে  প্রয়াগরাজে নেহরুর স্মৃতিবিজরিত সংগ্রহশালা আনন্দ ভবনকে সাজানোর তোড়জোড় চলছে। এমনকি কুম্ভে প্রিয়ঙ্কার প্রচার অভিযানকে অন্য মাত্রা দিতে তত্পর হতে দেখা গিয়েছে কংগ্রেসের সেবা দলকেও।


আরও পড়ুন- ফের রক্তাক্ত পুলওয়ামা, জঙ্গি-সেনা গুলির লড়াইয়ে শহিদ ১ মেজর সহ ৪ জওয়ান


কংগ্রেস সূত্রে খবর, প্রয়াগরাজের প্রচার সেরে ৩ – ৪ দিনের সফরে আগামী ২৮ তারিখে নরেন্দ্র মোদীর কেন্দ্র বারাণসীতে যাবেন প্রিয়ঙ্কা। সেখান থেকে কাশি বিশ্বনাথ মন্দির দর্শন সেরে রোড-শো করারও পরিকল্পনা রয়েছে। এরপর ২৮ ফেব্রুয়ারি আমদেবাদে অনুষ্ঠিত কংগ্রেসের ওয়ার্কার্স কমিটির বৈঠকে অংশগ্রহণ করবেন প্রিয়ঙ্কা।