নিজস্ব প্রতিবেদন: কর ফাঁকি দেওয়ার অভিযোগ উঠল প্রিয়াঙ্কা চোপড়ার বিরুদ্ধে। গত ৪ বছর ধরে বলিউড অভিনেত্রীর সঙ্গে আয়কর দফতরের দড়ি টানাটানি চলছিল। অবশেষে ইনকাম ট্যাক্স অ্যাপেলেট ট্রাইব্যুনাল নির্দেশ দিল, বহুমূল্যের ঘড়ি ও বিদেশি গাড়ির উপরে কর মেটাতে হবে প্রিয়াঙ্কা চোপড়াকে। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

প্রিয়াঙ্কা দাবি করেছিলেন, ৪০ লক্ষ টাকার এলভিএমএইচ-ট্যাগ ঘড়ি ও ২৭ লক্ষ টাকার তয়োতা গাড়ি উপহার হিসেবে পেয়েছেন তিনি। তবে প্রিয়াঙ্কার দাবি খারিজ করেছে  ইনকাম ট্যাক্স অ্যাপেলেট ট্রাইব্যুনাল। 


আয়কর আইনে ২৮ (iv) ধারায় দুটি জিনিসকেই প্রিয়াঙ্কার পেশাদারি আয়ের আওতায় ফেলা হয়েছে। এই ধারায় ব্যবসা বা পেশা থেকে পাওয়া কোনও সুবিধা (তা টাকায় রূপান্তরিত করা হতে পারে অথবা না হতে পারে) নিলে কর দিতে হয়। 


আরও পড়ুন- বাজপেয়ীর দেখানো পথে রেলে সোনালি চতুর্ভুজ প্রকল্পের ঘোষণা করতে চলেছে মোদী সরকার


২০১১ সালে তল্লাশি চালিয়ে প্রিয়াঙ্কার কাছ থেকে বহুমূল্যের সম্পত্তি উদ্ধার করেছিল আয়কর দফতর। সেই মামলাতেই গত ১৬ জানুয়ারি রায় দিয়েছিল ইনকাম ট্যাক্স অ্যাপেলেট ট্রাইব্যুনাল।