ভিডিয়ো: স্টিয়ারিং প্রিয়াঙ্কার হাতে, রাহুলকে নিয়ে হাথরসে রওনা বোনের
দিল্লি-নয়ডা টোলপ্লাজায় মোতায়েন করা হয়েছে বিশাল পুলিসবাহিনী।
নিজস্ব প্রতিবেদন: গাড়ির স্টিয়ারিং প্রিয়াঙ্কা গান্ধী বঢ়রার হাতে। পাশে বসে রাহুল গান্ধী। লক্ষ্য, হাথরস। বৃহস্পতিবারের পর শনিবার ফের হাথরসের উদ্দেশে রওনা দিলেন রাহুল-প্রিয়াঙ্কা। তাঁদের গাড়ির পিছনেই রয়েছে দলের ৩০ জন সাংসদদের বাস। কংগ্রেসের প্রাক্তন সভাপতিকে রুখতে তৎপর যোগী আদিত্যনাথের সরকার। উমা ভারতীর অনুরোধেও কাজ হয়নি। দিল্লি-নয়ডা টোলপ্লাজায় মোতায়েন করা হয়েছে বিশাল পুলিসবাহিনী।
হাথরসের উদ্দেশে রওনা দিলেন দাদা-বোন। দাদাকে ড্রাইভ করে নিয়ে যাচ্ছেন প্রিয়াঙ্কা। হাথরস অভিযানের এমন ভিডিয়োই প্রকাশ করল কংগ্রেস। বৃহস্পতিবার হাথরস ঢুকতে দেওয়া হয়নি। আজ কি পারবেন? গাড়িতে ওঠার আগে প্রিয়াঙ্কা বঢরা বলেন, ''এবারও না হলে আবার চেষ্টা করব।''
হাথরসে নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করতে রাহুল-প্রিয়াঙ্কার সঙ্গী হয়েছেন কংগ্রেসের ৩০ জন সাংসদ। সব সাংসদরা উঠেছেন বাসে।