জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: কেরালার ওয়েনাডে সিপিএম-বিজেপিকে উড়িয়ে দিলেন প্রিয়াঙ্কা গান্ধী। রাহুল গান্ধীর মার্জিনকে পেছনে ফেলে জিতলেন ওয়েনাডেরর উপনির্বাচনে। রাহুল গান্ধী আসনটি ছেড়ে দেওয়ার সময় বলেছিলেন ওই আসনে তিনি যোগ্য প্রার্থীই দেবেন। শেষপর্যন্ত দাঁড় করান দিদি প্রিয়াঙ্কাকে। ওয়েনাড় থেকে ৩.৬৫ লাখ ভোটে জিতেছিলেন রাহুল গান্ধী। আর প্রিয়াঙ্কা জিতলেন ৪ লাখেরও বেশি ভোটে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন-'আমরা মানুষের পাহারাদার', উপনির্বাচনের রং সবুজ! ‘জমিদার’ প্রসঙ্গ অভিষেক-মমতার...


বিরোধীরা বরাবরই বলে আসছিলেন, ইমেজ ভাঙিয়ে ভোটে জেতা যায় না। রাজনীতিতে একেবারেই আনকোরা প্রিয়াঙ্কা গান্ধী। সেই রাজীব তনয়া এবার রাহুল গান্ধীকেও ছাপিয়ে গেলেন। এক্স হ্যান্ডলে এক পোস্টে ওয়েনাডের মানুষজনের উদ্দেশ্য প্রিয়াঙ্কা গান্ধী লিখেছেন, আমরা উপরে যে ভারসা আপনারা করেছেন তাতে আমি অভিভূত। এই জয় আপনাদের জয়। আপনাদের আশা আকাঙ্খার কথা পার্লামেন্টে তুলে ধরার চেষ্টা করব।


উল্লেখ্য, ২০২৪ সালের লোকসভা নির্বাচনে ২ জায়গা থেকে লড়েছিলেন রাহুল গান্ধী। একটি হল রায়বেরিলি এবং অন্যটি কেরালার ওয়েনাড। লোকসভায় ওয়েনাড থেকে রাহুল গান্ধী পেয়েছিলেন ৬,৪৭,৪৪৫ ভোটে। জিতেছিলেন ৩,৬৪,৪২২ ভোটে। এবার এখনও পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী প্রথমবার ভোটে লড়াই করে প্রিয়াঙ্কা গান্ধী ওয়েনাডে মার্জিন বাড়িয়ে করেছেন ৪ লাখ।


এদিন ভোট গণনা শুরু হতেই এক্স হ্যান্ডেলে একের পর এক পোস্ট করতে থাকেন কংগ্রেস নেতারা। তেলঙ্গানার মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি লেখেন, ভোট গণনার প্রাথমিক ট্রেন্ডে প্রিয়াঙ্কা গান্ধীর জয়ের ইঙ্গিত দিচ্ছে। আশাকরি প্রিয়াঙ্কা গান্ধী রেকর্ড ভোটে জিতবেন। বিশাল ব্যবধানে জিতে লোকসভায় অভিষেক হবে প্রিয়াঙ্কা গান্ধীর।



(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)