ওয়েব ডেস্ক: সুপ্রিম কোর্টের রায় বেরোনর পরই শশীকলাকে গ্রেফতারের তোড়জোড় শুরু হয়ে যায়। গোল্ডেন বে রিসর্টে পৌঁছয় পুলিস। পয়েস গার্ডেন নয়, গতরাতে গোল্ডেন বে রিসর্টে ছিলেন শশীকলা। থমথমে পরিস্থিতি পয়েস গার্ডেনেরও। জয়ললিতার মৃত্যুর পর থেকে সেখানেই থাকছিলেন শশীকলা। কোনওরকম অশান্তি এড়াতে সকাল থেকে সেখানেও প্রচুর পুলিস মোতায়েন করা হয়।


এদিকে, এখন পথ পরিস্কার পনিরের। সামনে ফাঁকা ময়দান। মুখ্যমন্ত্রী হওয়ার দৌড়ে সবচেয়ে বড় কাঁটা সরে গিয়েছে। শশীকলার দোষী সাব্যস্ত হওয়ার খবর পৌছতেই তাই পনির শিবিরে উচ্ছ্বাস। পনিরসেলভমের বাড়ির বাইরে অনুগামীদের ভিড়। বাজি ফাটিয়ে, পনিরের নামে জয়ধ্বনি দিয়ে চলছে উল্লাস।


আরও পড়ুন- মোদীকে নকল করলেন রাহুল গান্ধী