নিজস্ব প্রতিবেদন: কলেজ ছাত্রীদের লক্ষ্য করে বীর্যভর্তি বেলুন ছোড়ার প্রতিবাদে বিক্ষোভ দিল্লিতে। বৃহস্পতিবার দিল্লি পুলিসের সদর দফতরের সামনে বিক্ষোভ দেখালেন জেসাস অ্যান্ড মেরি কলেজের শিক্ষক-শিক্ষিকা ও পড়ুয়ারা। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

দিল্লি লেডি শ্রী রাম কলেজে ছাত্রীদের লক্ষ্য করে বীর্যভর্তি বেলুন ছোড়ার অভিযোগ উঠেছে। ছাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে এদিন বিক্ষোভ দেখান পড়ুয়ারা। তাঁদের প্ল্যাকার্ডে লেখা ছিল, 'বীর্যভর্তি বেলুন বা কন্ডোম ছুড়ে মেয়েদের নিশানা করা হচ্ছে। তাঁদের নিরাপত্তা দিতে হবে।'


আরও পড়ুন- ঋণে ন্যূনতম সুদের হার বাড়াচ্ছে এসবিআই


লেডি শ্রী রাম কলেজের ছাত্রীদের অভিযোগ, তাঁদের লক্ষ্য করে ছোড়া হয়েছে বীর্যভর্তি বেলুন। এক ছাত্রীর অভিযোগ, তাঁর লেগিংসে বীর্য শুকিয়ে যাওয়ার পর 'সাদা দাগ' দেখতে পান। স্ক্রল নামে একটি ওয়েবসাইটের দাবি, অন্তত ৩ জন ছাত্রীকে বীর্য ভর্তি বেলুন ছুড়ে মারা হয়েছে।