‘কোনও মেয়ের সঙ্গে সম্পর্কে জড়িও না’, যুবকদের পরামর্শ দিত জঙ্গি আদিল
পুলওয়ামার অবন্তীপোরা থেকে ১০ কিলোমিটার দূরে একটি গ্রামে থাকতো আদিল। ২০১৭ সালে দ্বাদশ শ্রেণিতে পড়ার সময় সে স্কুল ছেড়ে দেয়
নিজস্ব প্রতিবেদন: কাশ্মীরের পুলওয়ামায় আত্মঘাতী হামলার কারিগর জইশ কমান্ডার আদিল আহমদ দার। বৃহস্পতিবার হামলার দিনই তা স্পষ্ট হয়েছে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা তাঁর একটি ভিডিওতে। হামলার দায় স্বীকার করা থেকে শুরু করে কাশ্মীরের যুবকদের সে বেশকিছু উপদেশও দিয়েছে। সেসব কথা এখন ভাইরাল।
আরও পড়ুন-পুলওয়ামা হামলায় ভারতের পাশে দাঁড়িয়ে পাকিস্তানকে চরম হুঁশিয়ারি দিল মার্কিন যুক্তরাষ্ট্র
পুলওয়ামার অবন্তীপোরা থেকে ১০ কিলোমিটার দূরে একটি গ্রামে থাকতো আদিল। ২০১৭ সালে দ্বাদশ শ্রেণিতে পড়ার সময় সে স্কুল ছেড়ে দেয়। কাজ নেয় একটি কাঠের আসবাব তৈরির কারখানায়। কিন্তু ২০১৮ সালের মার্চে সে তওসিফ ও ওয়াসিম নামে দুই বন্ধুর সঙ্গে উধাও হয়ে যায়। কিছুদিন পরেই তাঁকে সোশ্যাল মিডিয়ায় দেখা যায় জইশ কমান্ডার ওয়াকাশ কমান্ডো হিসেবে। হাতে একে ৪৭ ও অন্যান্য আধুনিক অস্ত্র। তারপর এতদিনে তার ফের আবির্ভাব।
বৃহস্পতিবার প্রকাশিত এক ভিডিওতে তাকে দেখা গিয়েছে জইশের ব্যানারের সামনে অস্ত্র নিয়ে বসে সে বক্তব্য রাখছে। স্থানীয় সূত্রে সংবাদমাধ্যমের খবর, বছর কুড়ির তরুণ আদিল স্থানীয় মসজিদে কখনও কখনও নামাজ পড়াতো। এলাকায় যুবকদের বলতো, কখনও কারও প্রেমে পড়ো না।
আরও পড়ুন-বলে গিয়েছিলেন, 'তাড়াতাড়ি ফিরব'... কফিনবন্দি হয়ে ফিরছেন পুলওয়ামায় শহিদ নদিয়ার সুদীপ
কেন এরকম বলতো আদিল? তার যুক্তি ছিল কেউ জোহাদে যোগ দিলে তার প্রেমিকাকে চাপ দিয়ে জঙ্গির হদিশ পেয়ে যেতে পারে পুলিস। কেউ কেউ অবশ্য এমনও মনে করছেন, ভ্যালেন্টাইনস