ওয়েব ডেস্ক: দেশজোড়া আলোচনার মধ্যেই পুনের রাস্তা থেকে টায়ার কিলার সরিয়ে ফেলার নির্দেশ দিল শহরের ট্র্যাফিক পুলিস। বিধিভেঙে রাস্তায় উলটো দিকে গাড়ি চালনো রুখতে এই টায়ার কিলার বসিয়েছিল প্রশাসন। তবে পুলিসের দাবি, অনুমতি ছাড়াই বসানো হয়েছিল টায়ার কিলার। 
পুনে ট্র্যাফিক পুলিসের ইন্সপেক্টর জেডি কালাসকর জানিয়েছেন, 'টায়ার কিলারের মাথাগুলি খুবই ধারাল। যখন তখন দুর্ঘটনা ঘটতে পারে। কেউ পড়ে টড়ে গেলে মারাত্মক কাণ্ড হবে। কাছেই স্কুল। তাই বিশাল চাপ হয়ে যেতে পারে।' সঙ্গে তিনি জানিয়েছেন, টায়ার কিলার বসানোর আগে কেউ আমাদের অনুমতি নেয়নি। সাধারণ মানুষের নিরাপত্তার কথা ভেবে এমন কাজের অনুমতি আমরা দিতাম না। 
সম্প্রতি পুনের হাদাপসরের আমানোরা পার্কের সামনে রাস্তায় টায়ার কিলার বসানো হয়। রাস্তায় বিপরীত দিকে গাড়ি চালানো রুখতে এই উদ্যোগ সাধারণ মানুষের পছন্দ হলেও পছন্দ হল না পুনে পুলিসের।