নিজস্ব প্রতিবেদন: ক্যাপ্টেন সরে যাওয়ার পর খানিকটা হলেও বেকায়দায় পঞ্জাব কংগ্রেস। নতুন দল গড়ে বা বিজেপির সঙ্গে আসন রফা করে ক্যাপ্টেন অমবিন্দর সিং রাজ্য বিধানসভা নির্বাচনে লড়াই করলে আরও চাপে পড়ে যাবে কংগ্রেস। সেসব কথা মাথায় রেখে ভোট কৌশলী প্রশান্ত কিশোরের সাহায্য নিতে চলেছে পঞ্জাব কংগ্রেস। এমনই ইঙ্গিত দিয়েছেন পঞ্জাবের মুখ্যমন্ত্রী চরণজিত সিং চান্নি।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন-কলকাতা ও হাওড়ায় পুরভোটের সম্ভাবনা ১৯ ডিসেম্বর, রাজ্যের প্রস্তাবে সায় কমিশনের   


পঞ্জাব কংগ্রেস সূত্রে খবর, রাজ্য কংগ্রেস সভাপতি হরিশ চৌধুরীও প্রশান্ত কিশোরকে আনার পক্ষপাতী। ২০১৭ সালে পঞ্জাবে ক্যাপ্টেন অমরিন্দার সিংয়ের প্রচার ডিজাইন করেছিলেন প্রশান্ত কিশোর। পাশাপাশি উত্তরপ্রদেশে কংগ্রেস-সপার জন্যও ভোট কৌশল তৈরি করেছিলেন প্রশান্ত কিশোর। উত্তর প্রদেশে কংগ্রেসের শোচনীয় হার হওয়ায় কংগ্রেসের সঙ্গে প্রশান্ত কিশোরের সম্পর্ক প্রবল ধাক্কা খায়।


আরও পড়ুন-Covaxin : কোভ্যাক্সিনের আরও এক প্রাপ্তি, Shelf লাইফ বেড়ে ১২ মাস


সম্প্রতি কংগ্রেসে যোগ দেওয়ার জল্পনা তৈরি হয়েছিল প্রশান্ত কিশোরকে ঘিরে। সেই জল্পনা থিতিয়ে যাওয়ার পর কংগ্রেসের উদ্দেশ্যে তিনি বলেছিলেন, 'বিজেপি উধাও হয়ে য়াবে না। জিতুক বা হারুক, জাতীয় রাজনীতিতে তারা থাকবে। রাহুল গান্ধীর সমস্য়া হল উনি মনে করেন মানুষ মোদীকে একদিন ছুঁড়ে ফেলে দেবে। এমনটা হওয়ার সম্ভাবনা কম। যতক্ষণ না পর্যন্ত মোদীর ক্ষমতা কংগ্রেস না বোঝে ততক্ষণ তার বিরুদ্ধে কৌশল ঠিক করা যাবে না।' প্রসঙ্গত, ওই সমালোচনার পরও পিকের উপরেই নির্ভর করতে চাইছে চরণজিত সিং চান্নি ব্রিগেড।


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)