নিজস্ব প্রতিবেদন: মেয়েদের স্কুলে শুধুমাত্র পঞ্চাশোর্ধ্ব শিক্ষকদেরই শিক্ষকতা করার প্রস্তাব দিল পঞ্জাবের স্কুল শিক্ষা দফতর। আর এই প্রস্তাবের বিরোধিতায় সুর চড়িয়েছে শিক্ষকদের সংগঠন।জানা গিয়েছে, সাম্প্রতিককালে দেশজুড়ে ছাত্রীদের শ্লীলতাহানির ঘটনায় কাঠগড়ায় উঠছেন শিক্ষকরা। সেজন্যই এই প্রস্তাব। আজ অর্থাত্ শুক্রবার কলকাতার কারমেল স্কুলেই এক শিশুর সঙ্গে যৌন নির্যাতনে অভিযুক্ত হয়েছেন নৃত্যশিক্ষক।       


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

২০১৮ সালে পঞ্জাবের শিক্ষানীতি সংক্রান্ত প্রস্তাবে বলা হয়েছে, ৫০ বছর বয়সের নীচে শিক্ষকরা মেয়েদের স্কুলে পড়াতে পারবেন না। প্রস্তাবটি নিয়ে মতামত চাওয়া হয়েছে শিক্ষা দফতরের ওয়েবসাইটে। তবে ইতিমধ্যেই বিরোধিতায় সরব হয়েছেন শিক্ষকরা। 


আরও পড়ুন- ইসলামে মসজিদ সরানোর বিধান রয়েছে: মৌলানা


শিক্ষক সংগঠনের সভাপতি সুখবিন্দর চহলের কথায়,''এই প্রস্তাবের নিন্দা করছি আমরা। শিক্ষকদের চরিত্রের উপরে প্রশ্ন তোলা অর্থহীন। তাঁদের কাজ শিক্ষাদান। এই প্রস্তাবের বিরোধিতা করছি।'' শিক্ষক সমাজের মতে, দু-একজন শিক্ষকদের জন্য গোটা শিক্ষকসমাজকে কাঠগড়ায় তোলা অনুচিত।