ইসলামে মসজিদ সরানোর বিধান রয়েছে: মৌলানা
অযোধ্যা মামলার সমাধানসূত্রের খোঁজে রবিশঙ্করের সঙ্গে বৈঠকে বসলেন মুসলিম নেতারা।
নিজস্ব প্রতিবেদন: মসজিদ সরিয়ে নেওয়ার কথা বলা রয়েছে ইসলামে। অযোধ্যার বিতর্কিত জমি মামলায় এমনটাই দাবি করলেন মুসলিম পার্সোনাল ল বোর্ডের সদস্য মৌলানা সৈয়দ সলমন হুসেইনির।
বাবরি-রাম জন্মভূমি মামলার সমাধানসূত্র খুঁজতে বৃহস্পতিবার বেঙ্গালুরুতে রবিশঙ্করের সঙ্গে বৈঠক করে ৬ সদস্যের মুসলিম প্রতিনিধি দল। ঘণ্টা তিনেক ধরে চলে বৈঠক। ওই বৈঠকের পর হুসেইনি বলেন, ''রাম মন্দির-বাবরি মসজিদের মতো ইস্যুর সমাধান নিয়ে বৈঠকে কথা হয়েছে। মানুষের মন জয় করাই আমাদের অগ্রাধিকার।'' তিনি আরও বলেন, ''সংবিধান মেনে রায় দেবে আদালত। কিন্তু, সিদ্ধান্ত যাই হোক না কেন, এক পক্ষই খুশি হবে। আমরা চাই, দুপক্ষই হাসিমুখে আদালত থেকে যেন বের হয়।''
We held meeting so that all issues around the matter especially that of Ram Temple & Babri Masjid are discussed & we look for a solution which sends message across the nation. Our priority is to join hearts of people: Salman Nadwi, AIMPLB on his meeting with Sri Sri Ravi Shankar pic.twitter.com/rScLLqjadj
— ANI (@ANI) 9 February 2018
When Court's verdict comes, it'll be constitutional move but Court doesn't join people's hearts. Decision is always in favor of one & against the other. We want that when both parties come out of Court they must be happy: Salman Nadwi, AIMPLB on meeting with Sri Sri Ravi Shankar pic.twitter.com/ZD1rJNCW6Q
— ANI (@ANI) 9 February 2018
সুপ্রিম কোর্টের অযোধ্যার বিতর্কিত জমি নিয়ে মামলা চলছে। মামলার পরবর্তী শুনানি ১৪ মার্চ।
আরও পড়ুন- জীবন বিমা করাবেন না, ফতোয়া দেওবন্দের