জীবন বদলে গেল পুলিস কনস্টেবলের, লটারিতে পেলেন দু`কোটি টাকা
লটারির টিকিটটা কোথায় রেখেছেন কিছুতেই মনে করতে পারছিলেন না অশোক।
নিজস্ব প্রতিবেদন : ভাবতেই পারেননি, রাতারাতি জীবনটা এভাবে বদলে যাবে। একদিন সকালে ঘুম থেকে উঠলেন। জানতে পারলেন, লটারিতে দুই কোটি টাকা জিতেছেন। প্রথমে নিজের সৌভাগ্যের উপর বিশ্বাসই হচ্ছিল না তাঁর। পরে যখন সম্বিত ফিরল, অশোক কুমার বললেন, ''এতগুলো টাকায় আমার জীবন বদলে যাবে।'' পাঞ্জাব পুলিশের কনস্টেবল পদে চাকরি করেন তিনি। সাদামাটা জীবন-যাপন। কিন্তু এবার হয়তো জীবনটা সত্যি বদলে গেল অশোক কুমারের।
আরও পড়ুন- রাজস্থানে প্যান্ডেল ভেঙে মৃত্যু কমপক্ষে ১৪, আহত অনেক
লটারির টিকিটটা কোথায় রেখেছেন কিছুতেই মনে করতে পারছিলেন না অশোক। রবিবার সকালে ঘোষণা করা হয়েছিল লটারির ফলাফল। যে টিকিটে প্রথম পুরস্কার হয়েছিল সেটি ছিল অশোকের কাছে। কিন্তু টিকিট খুঁজে পাচ্ছিলেন না তিনি। বেলার দিকে হোশিয়ারপুর থানায় নিজের ড্রয়ারে খুঁজে পান সেই পয়া টিকিট। রাতারাতি কোটিপতি হওয়া বোধ হয় একেই বলে। ৩০ বছর বয়সী এই কনস্টেবল আপাতত আনন্দে আত্মহারা।
আরও পড়ুন- তরুণ প্রজন্মকে দলে টানতে ভাইপোর উপরই ভরসা রাখলেন মায়াবতী
রাজ্য সরকারের নিউ ইয়ার লোহরি বাম্পার থেকে অশোক এই অর্থ জিতেছেন। তিনি থাকেন হোশিয়ারপুর জেলার মোতিয়ান গ্রামে। অশোক বলছিলেন, ''আমি কখনও স্বপ্নেও ভাবিনি, লটারিতে এতগুলো টাকা জিতব।''